কম দামি Redmi 10-এ ভারী ডিসকাউন্ট, Flipkart ছাড়া আর কোথা পাবেন এমন অফার!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 26, 2023 | 6:04 PM

Flipkart-এ এই Redmi 10 ফোনের দুটি ভার্সনের উপরেই ফ্ল্যাট 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে, ই-কমার্স প্ল্যাটফর্মে এই মডেল দুটি আপনি পেয়ে যাবেন যথাক্রমে 9,999 টাকা (4GB RAM + 64GB স্টোরেজ) এবং 11,999 টাকায় (6GB RAM + 128GB স্টোরেজ)।

কম দামি Redmi 10-এ ভারী ডিসকাউন্ট, Flipkart ছাড়া আর কোথা পাবেন এমন অফার!
সস্তার ফোন, তাতে আবার দুর্দান্ত ছাড়।

Follow Us

Redmi 10 Offer Price: বাজেট সেগমেন্টে Redmi 10 এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন। গত বছর মার্চে লঞ্চ হওয়ার পর থেকে আজ ইস্তক একাধিক সেলে, একাধিক বার ব্যাপক ছাড়ে উপলব্ধ হয়েছে ফোনটি। তবে এবার এতটাই কমে Redmi 10 হাজির হল, যা এর আগে দেখা যায়নি। 2022 সালের মার্চে যখন এই রেডমি ফোনটি লঞ্চ হয়েছিল, তখন তার দুটি স্টোরেজ ভার্সন নিয়ে আসা হয়। তার একটি 4GB RAM + 64GB স্টোরেজ এবং অপরটি 6GB RAM + 128GB স্টোরেজ, মডেল দুটির দাম যথাক্রমে 10,999 টাকা এবং 12,999 টাকা।

Redmi 10: ফ্ল্যাট ডিসকাউন্ট

এই মুহূর্তে Flipkart-এ এই Redmi 10 ফোনের দুটি ভার্সনের উপরেই ফ্ল্যাট 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে, ই-কমার্স প্ল্যাটফর্মে এই মডেল দুটি আপনি পেয়ে যাবেন যথাক্রমে 9,999 টাকা (4GB RAM + 64GB স্টোরেজ) এবং 11,999 টাকায় (6GB RAM + 128GB স্টোরেজ)।

Redmi 10: অন্যান্য অফার

এতো না হয় গেল ফ্ল্যাট ডিসকাউন্টের প্রসঙ্গ। এরপরে তো রয়েছে আসল অফার। আপনার পুরনো ফোন বদলে Redmi 10 বাজেট স্মার্টফোনে আপগ্রেড করিয়ে নিতে চাইলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। তার ঠিক পরেই রয়েছে ফেডারেল ব্যাঙ্ক এবং HSBC ব্যাঙ্কের অফার। এই দুই ব্যাঙ্কের কার্ড রয়েছে যাঁদের কাছে, তাঁরা 10% বা 750 টাকা পর্যন্ত আরও অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও Flipkart Axis Bank কার্ড ব্যবহারকারীরা আরও অতিরিক্ত 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন।

Redmi 10: কেন এখনও এই ফোন প্রাসঙ্গিক

2022 সালের মার্চ থেকে এখনও পর্যন্ত প্রায় 10 মাস ঘুরতে চলল। পাল্লা দিয়ে দেশে একাধিক বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। একাধিক এমন ফোন লঞ্চ করেছে যেগুলি 10,000 টাকা বাজেটের মধ্যেই। তারপরেও Redmi 10 খুবই প্রাসঙ্গিক। কেন, কী এমন ফিচার রয়েছে?

10,000 টাকার মধ্যে এই বাজেট হ্যান্ডসেটে রয়েছে বেসিক কিছু ফিচার্স। Redmi 10 ফোনের পিছনে রয়েছে দুটি দুর্দান্ত ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।

রয়েছে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এই ফোনে থাকছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে এই স্মার্টফোনে।

Next Article