AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi 10 Discount: 15 হাজার টাকার Redmi 10 ফোন কিনুন মাত্র 549 টাকায়, মানতে হবে এই সহজ শর্ত

Redmi 10 Price: কম দামে 6000 mAh বড় ব্যাটারি সহ দুর্দান্ত ফোনটি পেয়ে যাবেন মাত্র 549 টাকায়। কিন্তু কীভাবে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

Redmi 10 Discount: 15 হাজার টাকার Redmi 10 ফোন কিনুন মাত্র 549 টাকায়, মানতে হবে এই সহজ শর্ত
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 8:20 AM
Share

Redmi 10 Offer: ভারতীয় বাজারে Redmi-এর অনেক দামের ফোন রয়েছে। কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামের, সব ধরনেরই ফোন রয়েছে। তবে আপনাকে যদি বলা হয় আপনি একটি 15 হাজার টাকার স্মার্টফোন মাত্র 549 টাকায় কিনতে পারবেন। শুনেই চমকে উঠলেন তো? এমনটা সত্য়িই হচ্ছে। তাইর অনেকদিন ধরে যদি একটি ফোন কেনার প্ল্যান করে থাকেন। তাহলে এই সুযোগে কিনেই ফেলতে পারেন Redmi 10 ফোনটি। কম দামে 6000 mAh বড় ব্যাটারি সহ এই দুর্দান্ত ফোনটি পেয়ে যাবেন মাত্র 549 টাকায়। কিন্তু কীভাবে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। Flipkart-এর সেলে, REDMI 10 ফোনটি 33% ছাড়ে বিক্রি হচ্ছে। এই ফোনে আর কী কী অফার আছে?

Redmi 10-এ অফার:

অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকে কম দামে REDMI 10 কেনা যাবে। এই স্মার্টফোনটির দাম 14,999 টাকা। তবে আপনি যদি ফ্লিপকার্ট থেকে কেনেন, তাহলে 9,999 টাকায় 33 শতাংশ ডিসকাউন্টে কিনতে পারবেন। এই ফোনে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে ফোনটি কেনেন, তাহলে আপনি এই নতুন ফোনে অতিরিক্ত 1250 টাকা বাঁচাতে পারবেন।

এছাড়াও আপনি এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেয়ে যাবেন। আপনি ফ্লিপকার্টে আপনার পুরনো ফোন দিয়ে একটি নতুন ফোন কিনতে পারেন। তবে আপনার পুরনো ফোনের অবস্থার উপর এক্সচেঞ্জ বোনাস কত হবে তা নির্ভর করবে। ফোনের অবস্থা ভাল থাকলে 9,450 টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন। অর্থাৎ তখন আপনি মাত্র 549 টাকায় নতুন ডিভাইসটি কিনতে পারবেন।

Redmi 10-এর স্পেসিফিকেশন:

Redmi 10 ওয়াটারড্রপ নচ এবং কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষা সহ একটি 6.71-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। Redmi স্মার্টফোনটি একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 680 প্রসেসর এবং Adreno 610 GPU ব্যবহার করা হয়েছে। এতে 6GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ রয়েছে। ফোনটিতে একটি 6000mAh ব্যাটারি ইউনিট এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটিতে একটি 50MP রিয়ার ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য ফোনে একটি 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।