Redmi 12 5G এবং Redmi 12 4G-এর বিক্রি শুরু, এখানে পেয়ে যাবেন বিরাট অফার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 05, 2023 | 3:00 PM

Redmi 12 5G Price: Redmi 12 5G সেটটি কিনতে হলে, আপনাকে তার থেকে সামান্য একটু বেশি টাকা খরচ করতে হবে। Redmi 12 5G-এর 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা। 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 13,499 টাকা।

Redmi 12 5G এবং Redmi 12 4G-এর বিক্রি শুরু, এখানে পেয়ে যাবেন বিরাট অফার

Follow Us

Redmi 12 4G Sale Start: Redmi সম্প্রতি ভারতে Redmi 12 4G এবং Redmi 12 5G লঞ্চ করেছে। লঞ্চ হওয়ার পরেও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয়েছে মানুষকে। তবে এবার সেই অপেক্ষার অবসান হল। ফোন দু’টির বিক্রি শুরু হয়ে গেল। ফোনটি ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইনের করা হয়েছে। এই ডিজাইনই ফোনটিকে অন্য সব Redmi ফোনের থেকে আলাদা করে তুলেছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আপনি এই নতুন ফোনটি কোথা থেকে কিনবেন? আর কত টাকা দিয়ে আপনাকে কিনতে হবে?

ভারতে Redmi 12 5G এবং Redmi 12 4G-দাম কত?

Redmi 12 4G-এর দাম স্বাভাবিকভাবেই 5G-এর থেকে কম রাখা হয়েছে। 4GB + 128GB মডেলের (ভ্যারিয়েন্ট) প্রারম্ভিক দাম 9,999 টাকা এবং 6GB + 128GB মডেলের প্রারম্ভিক দাম 11,499 টাকা।

আর Redmi 12 5G সেটটি কিনতে হলে, আপনাকে তার থেকে সামান্য একটু বেশি টাকা খরচ করতে হবে। Redmi 12 5G-এর 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম 11,999 টাকা। 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 13,499 টাকা। ICICI ক্রেডিট এবং ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলে আপনি এক হাজার টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন।

Redmi 12 5G স্পেসিফিকেশন ও ফিচার:

ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ চলে। Redmi 12 5G-এ 90Hz রিফ্রেশ রেট এবং 550 nits ব্রাইটনেস সহ একটি 6.79-ইঞ্চি FHD + ডিসপ্লে রয়েছে। ফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 SoC ব্যবহার করা হয়েছে। Redmi 12 5G-তে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ শ্যুট রয়েছে। সামনে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি পাওয়া যায়।

Redmi 12 4G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

Redmi 12 4G-তে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.79-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ চলে। ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। সামনের দিকে একটি 8MP ক্যামেরা রয়েছে। 5G এর মত এতেও একটি 5000mAh ব্যাটারি রয়েছে।

Next Article