ভারতে তৈরি Redmi A1+ লঞ্চ হল শুধু ভারতীয়দের জন্য, 6,999 টাকায় প্রয়োজনীয় সব ফিচারে ভরপুর

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 15, 2022 | 2:09 PM

দীপাবলির সময় ইন্ট্রোডাক্টারি অফারে Redmi A1+ ফোনের দুটি ভার্সন যথাক্রমে 6999 টাকা এবং 7999 টাকায় পেয়ে যাবেন ক্রেতারা। এই অফার চালু থাকবে 31 অক্টোবর পর্যন্ত।

ভারতে তৈরি Redmi A1+ লঞ্চ হল শুধু ভারতীয়দের জন্য, 6,999 টাকায় প্রয়োজনীয় সব ফিচারে ভরপুর
সস্তার Redmi A1+ এসে গেল আকর্ষণীয় ফিচার সহযোগে। ছবি: Mi.com।

Follow Us

Redmi A1+ Launch News: ভারতে ফের একটি সস্তার স্মার্টফোন নিয়ে হাজির হল রেডমি। কোম্পানির নতুন ফোনটির নাম Redmi A1+। নাম শুনেই বোঝা যাচ্ছে, ফোনটি আসলে Redmi A1-এর আপগ্রেডেড ভার্সন। কয়েক সপ্তাহ আগেই Redmi A1 লঞ্চ হয়েছিল ভারতে। তবে শুক্রবার লঞ্চ হওয়া নতুন Redmi A1+ হ্যান্ডসেটটি বাজেট সেগমেন্টের একাধিক ফোনকে টক্কর দিতে চলেছে। সেই তালিকায় রয়েছে: Realme C33, Poco C31 সহ আরও একাধিক লো-বাজেট হ্যান্ডসেট। জেনে রাখা ভাল যে, Redmi A1+ ভারতে তৈরি একটি ফোন, ভারতের জন্য তৈরি একটি ফোন। এখন এই ফোনের কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।

Redmi A1+ ভারতে দাম ও উপলব্ধতা

Redmi A1+ ফোনের মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের মধ্যে 2GB + 32GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 7499 টাকা এবং 3GB + 32GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8499 টাকা। ফ্লিপকার্ট সহ Mi-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তার জন্য অপেক্ষা করতে হবে 17 অক্টোবর পর্যন্ত। সেই দিনই দুপুর 12টা থেকে এই ফোন ক্রয় করতে পারবেন ব্যবহারকারীরা। দীপাবলির সময় ইন্ট্রোডাক্টারি অফারে Redmi A1+ ফোনের দুটি ভার্সন যথাক্রমে 6999 টাকা এবং 7999 টাকায় পেয়ে যাবেন ক্রেতারা। এই অফার চালু থাকবে 31 অক্টোবর পর্যন্ত।

Redmi A1+ স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের দিক থেকে Redmi A1+ ফোনে রয়েছে একটি 6.52 ইঞ্চির HD+ ডট ড্রপ ডিসপ্লে, যার স্ক্রিন রেজ়োলিউশন 1600 x 720 পিক্সেলস এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। হার্ডওয়্যারের দিক থেকে এই নতুন রেডমি ফোনে রয়েছে MediaTek Helio A22 চিপসেট, যা পেয়ার করা থাকছে 3GB পর্যন্ত RAM এবং 32GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এছাড়াও এই স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে।

Redmi A1+ ফোনে একটি 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

এই নতুন Redmi স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের দিক থেকে ফোনটিতে রয়েছে 4G LTE, 2.4Ghz Wi-Fi, ব্লুটুথ v5.0, GPS, একটি 3.5mm হেডফোন জ্যাক এবং একটি USB Type-C চার্জিং পোর্ট। সিকিওরিটির জন্য ফোনটিতে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Next Article