Jio New Plan: 75তম স্বাধীনতা দিবসে এল রিলায়েন্স জিও-র 750 টাকার প্ল্যান, 90 দিন রোজ 2GB করে ডেটা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 13, 2022 | 4:09 PM

Jio Rs 750 Plan Details: রিলায়েন্স জিও 750 টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল, যা গ্রাহকদের 90 দিনের ব্যবধানে সব মিলিয়ে মোট 180GB ডেটা অফার করবে। অর্থাৎ দৈনিক 2GB করে ডেটা মিলবে এই প্ল্যানে।

Jio New Plan: 75তম স্বাধীনতা দিবসে এল রিলায়েন্স জিও-র 750 টাকার প্ল্যান, 90 দিন রোজ 2GB করে ডেটা
নতুন জিও প্ল্যানে দুরন্ত অফার।

Follow Us

দেশের 75তম স্বাধীনতা দিবস (India’s 75th Independence Day) উপলক্ষ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) একটি নতুন প্ল্যান (Recharge Plan) নিয়ে হাজির হল। নতুন জিও প্ল্যানটি রিচার্জ করতে ব্যবহারকারীদের 750 টাকা খরচ করতে হবে। প্রিপেড প্যাকটি রিচার্জ করলে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি থাকছে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়ে কলিং-সহ আরও একাধিক সুবিধা। ইতিমধ্যেই এই নয়া জিও প্ল্যানটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্ল্যানটি যাঁরা রিচার্জ করতে চান, তাঁদের চলে যেতে হবে মাইজিও অ্যাপে।

রিলায়েন্স জিও 750 টাকার প্ল্যানের সুবিধা

রিলায়েন্স জিও-র এই 750 টাকার প্ল্যানের বৈধতা 90 দিন। আর এই 90 দিনের ব্যবধানে দৈনিক 2GB করে ডেটা মিলিয়ে ব্যবহারকারীরা সমগ্র মেয়াদে পেয়ে যাবেন সর্বমোট 180GB ডেটা। যাঁরা সব সময় ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঁকি মারছেন, তাঁদের জন্য একটি দুরন্ত রিচার্জ প্যাক হতে পারে এই 750 টাকার প্ল্যানটি।

দেশের যে কোনও নেটওয়ার্কে এই রিচার্জ প্যাকে আনলিমিটেড ভয়ে কলিং অফার করা হবে এই প্ল্যানে। এবং তা-ও 90 দিনের মেয়াদেই। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিদিন 100টি করে SMS এবং জিওসাভন, জিওসিনেমা থেকে শুরু করে সমস্ত জিও অ্যাপসের কমপ্লিমেন্টারি অ্যাক্সেস।

এদিকে আবার রিলায়েন্স জিও সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আর একটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যানের অফার নিয়ে হাজির হয়েছে। সেই প্ল্যানটি রিচার্জ করতে গ্রাহকদের 2,999 টাকা খরচ করতে হবে ঠিকই, তার পরিবর্তে তাঁরা পেয়ে যাবেন 3,000 টাকারও বেশি সুবিধা। সেই সুবিধাগুলি একবার দেখে নেওয়া যাক –

* অতিরিক্ত 75GB হাই-স্পিড ডেটা মিলবে। 4500 টাকা পর্যন্ত ইক্সিগো কুপনে মিলবে 750 টাকা ছাড়।

* নেটমেডস কুপন অফার করা হবে, যাতে থাকবে 750 টাকা ছাড়।

* ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও থেকে 2,990 টাকা তার বেশি কেনাকাটি করলে মিলবে 750 টাকা ছাড়।

রিলায়েন্স জিও-র ঝুলিতে এই নতুন 750 টাকার প্ল্যানটি ছাড়াও রয়েছে আরও একাধিক প্ল্যান, যেগুলি দৈনিক ভিত্তিতে 2GB করে ডেটা অফার করা হয়। সেই প্ল্যানগুলি রিচার্জ করতে গ্রাহকদের যথাক্রমে 248 টাকা, 299 টাকা, 533 টাকা, 719 টাকা, 799 টাকা, 1066 টাকা এবং 2879 টাকা খরত করতে হয়।

Next Article