মাত্র 44 টাকায় Galaxy A14 5G, উৎসবের মরশুমে Samsung-এর অভাবনীয় অফার

এই মুহূর্তে দেশের এক নম্বর 5G স্মার্টফোন হল Samsung Galaxy A14 5G। এই ফোনই আপনি এবার অভাবনীয় অফারে আপনার বাড়ি নিয়ে আসতে পারেন। প্রতিদিন মাত্র 44 টাকা খরচ করেই কিনতে পারবেন দেশের সর্বাধিক বিক্রিত 5G স্মার্টফোনটি। আপনি একবারে ফোনটি ক্রয় করতে চাইলে 4,000 টাকা বাঁচাতেও পারেন। ফলে, 10,499 টাকাতেও আপনি চাইলে বাড়ি নিয়ে আসতে পারেন Galaxy A14 5G।

মাত্র 44 টাকায় Galaxy A14 5G, উৎসবের মরশুমে Samsung-এর অভাবনীয় অফার
44 টাকায় স্মার্টফোন, ভাবা যায়!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 4:25 PM

উৎসবের মরশুমে ই-কমার্স প্ল্যাটফর্মগুলির পাশাপাশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের বিভিন্ন ফোনে আকর্ষণীয় ছাড় দিয়ে থাকে। ঠিক সেরকমই এক সময়ে Samsung তার জনপ্রিয় একটি ফোনে তাক লাগানোর মতো অফার দিল। এই মুহূর্তে দেশের এক নম্বর 5G স্মার্টফোন হল Samsung Galaxy A14 5G। এই ফোনই আপনি এবার অভাবনীয় অফারে আপনার বাড়ি নিয়ে আসতে পারেন। প্রতিদিন মাত্র 44 টাকা খরচ করেই কিনতে পারবেন দেশের সর্বাধিক বিক্রিত 5G স্মার্টফোনটি।

চলতি বছরে Samsung তার Galaxy A সিরিজ়ে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। আর উৎসবের মরশুমটা আপনার জন্য জমজমাট করে তুলতে সংস্থাটি ‘Gift The Awesome’ ক্যাম্পেনেরও শুভ সূচনা করেছে। স্যামসাং জানিয়েছে, শুধু আনন্দ দিতেই যে গ্রাহকদের জন্য এই অফার নিয়ে আসা হয়েছে এমনটা নয়। এই অফারের মধ্যে দিয়ে স্যামসাং উৎসবের মুহূর্তগুলিকে অবিস্মরণীয় করে রাখতে চাইছে। তারা জানাচ্ছে, স্যামসাং উৎসবের মরশুমের গুরুত্ব বোঝে এবং সেই কারণেই আপনার উপহার দেওয়াকে আরও আনন্দদায়ক করতে বিশেষ ছাড় দিচ্ছে।

Samsung Galaxy A14 5G: দাম কম, দুর্দান্ত ফিচার্স

এমনিতেই এই ফোনের দাম কম। তার উপরে আবার যে সব ফিচার্স রয়েছে, তা এই দামের মধ্যে অন্য কোনও ফোনে আপনি পাবেন না। সবথেকে আকর্ষণীয় বিষয় ফোনের ক্যামেরা, যার মাধ্যমে আপনি উৎসবের সেরার সেরা মুহূর্তগুলি ফ্রেমবন্দি করে রাখতে পারবেন।

চমৎকার একটি 6.6″ FHD+ ডিসপ্লে রয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি 5 nm প্রসেসর। দুই বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের সিকিওরিটি আপডেটও পেয়ে যাবে ফোনটি। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP। অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে ফোনটিতে।

Samsung Galaxy A14 5G ফোনটির দাম এই মুহূর্তে 14,499 টাকা। প্রতিদিন 44 টাকা খরচ ছাড়াও এই ফোনে থাকছে আরও একটি অফার। আপনি একবারে ফোনটি ক্রয় করতে চাইলে 4,000 টাকা বাঁচাতেও পারেন। ফলে, 10,499 টাকাতেও আপনি চাইলে বাড়ি নিয়ে আসতে পারেন Galaxy A14 5G।