Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 ফোন দুটি ভারতে লঞ্চ হয়ে গেল। গ্যালাক্সি ‘এ’ সিরিজ়ের এই দুই ফোনেই রয়েছে 6.5 ইঞ্চির AMOLED স্ক্রিন। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। পারফরম্যান্সের জন্য Galaxy A25 5G ফোনে রয়েছে একটি এগজ়িনোস 1280 প্রসেসর। আবার Galaxy A15 5G ফোনে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে দুটি ফোনেই রয়েছে 5000mAh ব্যাটারি, 8GB পর্যন্ত RAM, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Galaxy A25 5G ও Galaxy A15 5G: কত দাম
Galaxy A25 5G ও Galaxy A15 5G ফোন দুটির দাম শুরু হচ্ছে 17,999 টাকা থেকে। আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে দুটি ফোনের সঙ্গেই। তবে সেই অফার পাবেন এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা। তাতে 3,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন কাস্টমাররা। এদের মধ্যে Galaxy A25 5G ফোনটি পাওয়া যাবে ব্লু, ব্লু ব্ল্যাক ও ইয়েলো শেডে। আবার, Galaxy A15 5G পাওয়া যাবে ব্লু ব্ল্যাক, ব্লু এবং লাইট ব্লু কালার অপশনে।
Galaxy A25 5G ও Galaxy A15 5G: কী ফিচার রয়েছে
দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক One UI 5 অপারেটিং সিস্টেম। Galaxy A25 5G ফোনে দেওয়া হয়েছে একটি 6.5 ইঞ্চির ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1000 নিটস। Galaxy A15 5G ফোনেও একই ডিসপ্লেই রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম।
অপ্টিক্সের দিক থেকে ঢেলে সাজানো হয়েছে দুটি ফোনই। মডেল দুটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Galaxy A25 5G ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP ক্যামেরা রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং আর একটি 2MP সেন্সর।
এদিকে আবার Galaxy A15 5G ফোনে দেওয়া হয়েছে 50MP প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 5MP এবং আর একটি 2MP সেন্সর। দুটি ফোনেই সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।