Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

18 জানুয়ারি ভারতে আসছে Galaxy A23 5G ও Samsung Galaxy A14 4G, দাম ও ফিচার কেমন হতে পারে?

Samsung Galaxy: 2023-এর শুরুতেই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের A-সিরিজের নতুন স্মার্টফোন আনতে চলেছে। Galaxy A-সিরিজের অধীনে দুটি 5G স্মার্টফোন ভারতীয় বাজারে চলতি মাসেই লঞ্চ হবে।

18 জানুয়ারি ভারতে আসছে Galaxy A23 5G ও Samsung Galaxy A14 4G, দাম ও ফিচার কেমন হতে পারে?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 12:03 AM

Samsung Upcoming Mobiles: স্যামসাং-এর মিড-রেঞ্জের Galaxy A-সিরিজের স্মার্টফোনগুলি ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়। 2023-এর শুরুতেই দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের A-সিরিজের নতুন স্মার্টফোন আনতে চলেছে। Galaxy A-সিরিজের অধীনে দুটি 5G স্মার্টফোন ভারতীয় বাজারে চলতি মাসেই লঞ্চ হবে। এগুলির মধ্যে একটি হ্যান্ডসেট হল Samsung Galaxy A14 4G, যা গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। আর অন্যটি Samsung Galaxy A23 5G যা আগস্টে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। স্মার্টফোনটি গত বছর আগস্টে ভারতের বাইরেই কিছু মার্কেটে লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি Samsung-র তরফে একটি টিজার প্রকাশ করা হয়েছে, যা নিশ্চিত করেছে যে “A Series”-এর দুটি নতুন 5G স্মার্টফোন আগামী 18 জানুয়ারি ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। স্যামসাং তাদের এই ডিভাইসগুলি আগামী সপ্তাহে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করছে।

Samsung Galaxy A23 5G ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন:

এই ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে। এখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। অ্যান্ড্রয়েড 12 এবং One UI 4.1- এর সাপোর্ট রয়েছে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি ‘A’ সিরিজের এই 5G ফোনে একটি অক্টা-কোর চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে 5000 mAh একটি শক্তিশালী ব্যাটারি। এর পাশাপাশি ব্লুটুথ ভি 5.1 এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট রয়েছে কানেক্টিভিটি হিসেবে।

এই ফোনে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। প্রাইমারি রেয়ার ক্যামেরায় রয়েছে অপটিকালিমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ওজন 197 গ্রাম। এখানে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

স্যামসাংয়ের ওয়েবসাইটে তাদের নতুন ফোনের যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে গোলাপি, নীল, সাদা এবং কালো রঙে লঞ্চ হবে Samsung Galaxy A23 5G ফোন। 4GB, 6GB এবং 8GB র‍্যাম এবং 68 GB ও 128 GB ইনবিল্ট স্টোরেজ অপশন নিয়ে লঞ্চ হবে Samsung Galaxy A23 5G। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।