5G স্মার্টফোন কিনতে ভাবতে হবে না বাজেট নিয়ে, সস্তায় ফোন আনছে Samsung; আগেই দেখুন লুক

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 27, 2023 | 9:53 AM

Samsung Galaxy A25 Camera: Galaxy A25 সম্পর্কে এই নতুন তথ্য GalaxyClub থেকে এসেছে। সূত্র অনুসারে, ফোনটির পিছনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। সামনে একটি 13MP সেলফি ক্যামেরা থাকবে।

5G স্মার্টফোন কিনতে ভাবতে হবে না বাজেট নিয়ে, সস্তায় ফোন আনছে Samsung; আগেই দেখুন লুক

Follow Us

2023-এর শুরু থেকেই Samsung নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। আগামী কয়েক মাসে কোম্পানি কোনও নতুন ফোন লঞ্চ করবে না বলে জানা গিয়েছে। কোম্পানিটি বর্তমানে এমন কিছু স্মার্টফোন নিয়ে কাজ করছে, যা 2024-এর শুরুতে বাজারে আসতে পারে। সেগুলির মধ্যে একটি হল Samsung Galaxy A25, যার সম্পর্কে ইতিমধ্যেই অনেক তথ্য আসতে শুরু করেছে। এই ফোনের 3D CAD রেন্ডার কয়েক মাস আগেই ফাঁস হয়েছিল। তখন থেকেই ফোনটি নিয়ে আলোচনা তুঙ্গে। ফোনটি 5G সংস্করণে বাজারে আসতে পারে। আসন্ন সংস্করণগুলি পাইপলাইনে থাকতে পারে। এবার এই ফোনটির ক্যামেরার স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও এর আরও অনেক নতুন ফিচার জানা গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A25 ক্যামেরা (লিক হওয়া তথ্য)

Galaxy A25 সম্পর্কে এই নতুন তথ্য GalaxyClub থেকে এসেছে। সূত্র অনুসারে, ফোনটির পিছনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। সামনে একটি 13MP সেলফি ক্যামেরা থাকবে। অর্থাৎ ফোনে প্রাইমারি ও সেলফি ক্যামেরা পাওয়া যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত সেকেন্ডারি সেন্সর সম্পর্কে জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে কোম্পানিটি ফোনটির ক্যামেরার দিকে বিশেষ নজর দেবে।

এবার বাকি ফিচার দেখে নেওয়া যাক:

ডিসপ্লে: ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Samsung Galaxy A25-এ একটি 6.44-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটিতে 90Hz রিফ্রেশ রেট এবং হাই রেজোলিউশন দেওয়া যেতে পারে।

প্রসেসর: ফোনটিতে অক্টা কোর প্রসেসর এবং মালি জিপিইউ থাকতে পারে।

স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রে, ফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ একটি বেস মডেলের হতে পারে। তবে লঞ্চের সময় অন্যান্য মডেলও আসতে পারে।

ক্যামেরা: ক্যামেরা ফিচারের কথা বললে মোবাইলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যেখানে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইনস্টল করা যেতে পারে।

ব্যাটারি: ব্যাটারির ক্ষেত্রে, ডিভাইসটিতে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে।

অন্যান্য: অন্যান্য ফিচারের কথা বললে, Samsung Galaxy A25-এ ডুয়াল সিম 5G, 4G, ব্লুটুথ, Wi-Fi, সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার পাওয়া যাবে।

Next Article