Samsung ভারতে আরও একটি স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা করছে। আসন্ন সেই ফোনটিও লঞ্চ করা হবে সংস্থার Galaxy A সিরিজ়ে। দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন জায়ান্টটি শীঘ্রই সেই Samsung Galaxy A34 ফোনটি ভারতে নিয়ে আসতে পারে। ইতিমধ্যেই Galaxy A34 ফোনটি দেখা গিয়েছে দুই সার্টিফিকেশন ওয়েবসাইটে, তার মধ্যে একটি ভারতীয়, অপরটি মার্কিন- US FCC এবং ভারতীয় BIS।
Samsung Galaxy A34 একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে। এই অ্যান্ড্রয়েড ফোনের দাম 30,000 টাকারও কম হতে পারে বলে জানা গিয়েছে। দামের পাশাপাশি এই Galaxy A34 ফোনের একাধিক ফিচার ও স্পেসিফিকেশন ও লিক হয়ে গিয়েছে অনলাইনে।
GizmoChina-র একটি রিপোর্ট অনুযায়ী, Galaxy A34 ফোনের কোরিয়ান এবং ইউরোপিয়ান মডেল দুটি পারফরম্যান্সের দিক থেকে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে। অন্য দিকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য প্রান্তে Galaxy A34 ফোনে দেওয়া হতে পারে Exynos 1280 চিপসেট।
6.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে Galaxy A34 ফোনটিতে। সেলফি ক্যামেরার ঘরের জন্য ডিসপ্লেতে থাকছে ডিউ ড্রপ নচ। ফোনের ডিসপ্লেটি 90Hz রিফ্রেশ রেট অফার করবে। অন্যদিকে ডিজ়াইনের দিক থেকে Samsung Galaxy A34 ফোনটি মিনিমালিস্টিক হতে চলেছে বলে খবর এবং তার পিছনে কোনও ক্যামেরা বাম্পও থাকছে না।
চমৎকার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হতে পারে একটি 48MP সেন্সর। এই প্রাইমারি সেন্সরটি পেয়ার করা থাকছে পিছনে আরও দুটি গৌণ ক্যামেরার সঙ্গে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Samsung Galaxy A34 ফোনে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।
5,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে এই Samsung Galaxy A34 ফোনে। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এই ফোনটি। তবে ফোনের রিটেল বক্সের সঙ্গে কোনও চার্জার দেওয়া হবে না বলেই জানা গিয়েছে। এছাড়া, আগের অন্যান্য গ্যালাক্সি এ সিরিজ় ফোনগুলির মতোই এই ফোনটিতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।