Galaxy F14 5G স্মার্টফোন শীঘ্রই ভারতে আনছে Samsung, লঞ্চের আগেই জানুন দাম
Samsung Galaxy F14 5G Price: কোম্পানিটি ভারতে Galaxy F14 5G স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। Samsung এর নতুন 5NM চিপসেট Exynos 1330 হল একটি অক্টা-কোর প্রসেসর, যা মাল্টি-টাস্কারদের জন্য ডিজাইন করা হয়েছে।
Galaxy F14 5G Features: দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি হয়েও ভারতীয় বাজারে Samsung-এর বিরাট জনপ্রিয়তা রয়েছে। আর তাই Samsung কোম্পানিটি 5G স্মার্টফোন সেগমেন্টের একের পর এক ফোন বাজারে নিয়ে আসছে। কোম্পানিটি ভারতে Galaxy F14 5G স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের আগামী সপ্তাহে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। Samsung Galaxy F14 একটি বিশাল 6000mAh ব্যাটারি এবং শক্তিশালী 5NM Exynos চিপসেট দেওয়া হবে। কিন্তু এত কিছুর পরও এই স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হবে।
ভারতে Samsung Galaxy F14-এর দাম:
সংবাদ সংস্থা IANS জানিয়েছে যে, Samsung Galaxy F14 5G স্মার্টফোনটির দাম 15,000 টাকার নিচে হবে। Galaxy F14 5G এই বছর ভারতে Samsung এর দ্বিতীয় F-সিরিজ স্মার্টফোন হবে। কোম্পানিটি এর আগে জানুয়ারিতে Galaxy F04 লঞ্চ করেছিল। তবে এই নতুন ডিভাইসটি এই মাসের শেষের দিকে সারা দেশে বিক্রি হতে পারে। Galaxy F 14 ফোনটি Flipkart, Samsung অনলাইন স্টোর এবং বড় অফলাইন দোকানে বিক্রি করা হবে।
Samsung Galaxy F14-এর স্পেসিফিকেশন:
Galaxy F14 5G একটি বিশাল 6000mAh ব্যাটারি এবং শক্তিশালী 5NM এক্সিনোস চিপসেট সহ বেশ কয়েকটি সেগমেন্ট ফিচার রয়েছে। Samsung এর নতুন 5NM চিপসেট Exynos 1330 হল একটি অক্টা-কোর প্রসেসর, যা মাল্টি-টাস্কারদের জন্য ডিজাইন করা হয়েছে।
এই ফোনটি হাই-স্পিড এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ আসবে। Samsung দেশে তার 5G সেগমেন্টের বাজারকে উন্নত করতে, এই বছর ভারতে বেশ কয়েকটি 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এছাড়াও কোম্পানিটি এই সপ্তাহে দেশে তার A সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত Galaxy A34 5G এবং Galaxy A54 5G। নতুন Samsung Galaxy-A সিরিজের ফোনগুলির IP67 রেটিং থাকবে, যার মানে ফোনগুলি ওয়াটার-প্রুফ হতে চলেছে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের আবরণ দেওয়া হয়েছে। যা জল এবং স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। স্মার্টফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে কি না, এই তথ্যটি এখনই প্রকাশ করা হয়নি। তবে এই দু’টি ফোনের জন্য় আপনাকে এখনও 16 মার্চ (2023) পর্যন্ত অপেক্ষা করতে হবে।