35,999 টাকার Samsung Galaxy F54 5G মাত্র 2,999 টাকায়, ফ্লিপকার্ট নিয়ে এল অকল্পনীয় অফার
Samsung Galaxy F54 5G ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে অফারটি দেওয়া হচ্ছে। এমনিতে এই ফোনের দাম 35,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট থেকে ফোনটি ক্রয় করতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না।
Smartphone Offer: নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? আপনার জন্য চমৎকার অফার নিয়ে এসেছে Flipkart। আর যে ফোনে অফারটি দেওয়া হচ্ছে, আপনি হয়তো সেই ফোন কেনার কথাই ভাবছিলেন অনেক দিন ধরে। কিন্তু বেশি দাম হওয়ার ফলে তা কিনতে গিয়েও বারবার পিছ পা হতে হচ্ছিল। ফোনের দাম Samsung Galaxy F54 5G। ফ্লিপকার্টে এই ফোনটি একাধিক অফারে পাওয়া যাচ্ছে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তো রয়েইছে। সেই সঙ্গে আবার এক্সচেঞ্জ অফার থেকে শুরু করে একাধিক ব্যাঙ্কের অফারও রয়েছে। এখন, কত টাকায় সেই ফোন আপনি কিনতে পারবেন, কী-কী অফার রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Samsung Galaxy F54 5G ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে অফারটি দেওয়া হচ্ছে। এমনিতে এই ফোনের দাম 35,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট থেকে ফোনটি ক্রয় করতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পরে এই Galaxy F54 5G ফোনটি আপনি পেয়ে যাবেন 29,999 টাকায়।
তবে সবথেকে বড় অফারটি পাবেন, যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করে নেন। 27,000 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে এই স্যামসাং গ্যালাক্সি ফোনের উপরে। আর আপনি যদি সেই এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা নিতে পারেন, তাহলে ফোনের দাম হয়ে যাচ্ছে সরাসরি 2,999 টাকা।
অফারের এখানেই শেষ নয়। আপনার কাছে যদি ICICI ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে 10% পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। সেই সঙ্গেই আবার থাকছে Spotify-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফার। এছাড়া ইএমআই অফারে এই ফোন ক্রয় করতে প্রতি মাসে আপনাকে 3,334 টাকা খরচ করতে হবে। সবথেকে বড় কথা হল, এই ফোনের সঙ্গে এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারান্টি দেওয়া হচ্ছে।
Samsung Galaxy F54 5G ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি অক্টা-কোর ক্যামেরা। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 108MP। রয়েছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপও দিতে পারে ফোনটি। কারণ, এতে রয়েছে একটি 6000mAh ব্যাটারি।