Samsung Galaxy F54 ভারতে লঞ্চ করে গেল। ফোনের দাম রাখা হয়েছে 30,000 টাকার মধ্যেই। সম্প্রতি স্যামসাং, Galaxy A34 নামকও একটি ফোন লঞ্চ করেছে। অলরাউন্ডার সেই হ্যান্ডসেটের সঙ্গে নতুন Galaxy F54-এর অনেক মিল রয়েছে। বেশ বড় একটি ব্যাটারি, ডিসপ্লে, মিড-রেঞ্জের Exynos চিপসেট এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এই ফোনে। এর দাম ও ফিচার সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F54: ভারতে দাম, কবে ও কোথায় কিনবেন
Samsung Galaxy F54 ভারতে লঞ্চ করা হয়েছে 27,999 টাকায়। এই দাম রাখা হয়েছে ফোনের 128GB স্টোরেজ মডেলের জন্যই। তবে এই দাম ইন্ট্রোডাক্টারি অফার হিসেবেই রাখা হয়েছে। শীঘ্রই ফোনটির আসল দাম প্রকাশ করা হবে কোম্পানির তরফে। 6 জুন, মঙ্গলবার দুপুর 3টে থেকে ফ্লিপকার্টে ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। লেটেস্ট গ্যালাক্সি ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকেই কিনতে পারবেন।
Samsung Galaxy F54: স্পেসিফিকেশন, ফিচার
Galaxy F54 ফোনে রয়েছে বেশ বড় একটি 6.7 ইঞ্চির স্ক্রিন, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। AMOLED প্যানেল রয়েছে ফোনটিতে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করবে। স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5, যা ফোনটিকে যে কোনও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবে। তবে এতে কোনও প্রি-অ্যাপ্লায়েড স্ক্রিন প্রোটেক্টর নেই। ফোনটির ব্যাক ক্যামেরার ডিজ়াইন অনেকটা ফ্ল্যাগশিপ Galaxy S23-র মতো।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে সংস্থার নিজস্ব Exynos 1380 চিপসেটের সাহায্যে। সফটওয়্যার হিসেবে থাকছে লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম আউট অফ দ্য বক্স। এই ফোনের সঙ্গে 4 বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং 5 বছরের সিকিওরিটি প্যাচ আপডেট দেওয়ার ঘোষণা করেছে স্যামসাং।
ফটোগ্রাফির জন্য সদ্য লঞ্চ হওয়া Galaxy F54-এ রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 108MP ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করবে। থাকছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।
এছাড়া এই Samsung ফোনে বেশ বড় একটি 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে ফোনটিকে একদিনের বেশি চালাতে সাহায্য করবে। 25W ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে, যা এই মুহূর্তের বেশির ভাগ ফোনেই থাকছে। তবে, হ্যান্ডসেটটির সঙ্গে কোনও চার্জার দেওয়া হচ্ছে না। অর্থাৎ ব্যবহারকারীদের আলাদা করে একটি চার্জার ক্রয় করতে হবে ফোনটিকে চার্জ দেওয়ার জন্য।