Galaxy M14 5G এবং Galaxy S21 FE দুই ফোনেই দুর্দান্ত ছাড়! অফার Flipkart ও Amazon দুই প্ল্যাটফর্মেরই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 07, 2023 | 1:44 PM

Samsung Galaxy M14 5G এবং Galaxy S21 FE এই দুটি ফোনের একটি আপনি পেয়ে যেতে পারেন 13,000 টাকার মধ্যে এবং অপরটি পেয়ে যেতে পারেন 31,000 টাকা বাজেটে। কী অফার রয়েছে দুটি ফোনে, দেখে নিন।

Galaxy M14 5G এবং Galaxy S21 FE দুই ফোনেই দুর্দান্ত ছাড়! অফার Flipkart ও Amazon দুই প্ল্যাটফর্মেরই
দামি ফোনে বিরাট ছাড়।

Follow Us

গরমে একদিকে যেমন Amazon সেল নিয়ে হাজির হয়েছে, তেমনই আবার Flipkart-এও চলছে দুর্দান্ত সেল। দুই ই-কমার্স প্ল্যাটফর্মের সেলেই Samsung-এর একাধিক ফোনে থাকছে আকর্ষণীয় ছাড়। তার মধ্যেই জনপ্রিয় দুটি ফোন হল Samsung Galaxy M14 5G এবং Galaxy S21 FE। এই দুটি ফোনের একটি আপনি পেয়ে যেতে পারেন 13,000 টাকার মধ্যে এবং অপরটি পেয়ে যেতে পারেন 31,000 টাকা বাজেটে। কী অফার রয়েছে দুটি ফোনে, দেখে নিন।

Samsung Galaxy M14 5G: কত কম দামে পাবেন?

Samsung Galaxy M14 5G ফোনের দাম এমনিতে 14,990 টাকা। তবে অ্যামাজ়নে ফোনটি ক্রয় করতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। 13,000 টাকারও কমে এই ফোন আপনি পেয়ে যাবেন। সেলে ফোনটি আপনাকে ফ্ল্যাট ডিসকাউন্টের পরে 13,990 টাকায় অফার করা হবে। তারপরে থাকছে HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য 1500 টাকার ডিসকাউন্ট অফার। সব মিলিয়ে ফোনটির দাম হয়ে যাচ্ছে 12,490 টাকা।

Samsung Galaxy M14 5G: যে কারণে এই ফোন সেরা

সত্যি কথা বলতে গেলে, 15000 টাকার বাজেট সেগমেন্টে এই ফোন আপনার জন্য চমৎকার অপশন হতে পারে। কারণ, তার ক্যামেরা ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিসপ্লে পর্যন্ত সবই বাজেট সেগমেন্টে অনবদ্য। রয়েছে 6000mAh ব্যাটারি। ভাইব্র্যান্ট LCD স্ক্রিন রয়েছে, যা আপনার কনটেন্ট কনজ়াম্পশনের জন্য দুর্দান্ত। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনের জুড়ি মেলা ভার।

Samsung Galaxy S21 FE: কত কম দামে পাবেন?

ফ্লিপকার্টে এই ফোনটির দাম 31,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। একাধিক ব্যাঙ্কের অফারে এই ফোনে আপনি পেয়ে যাবেন আরও 10% পর্যন্ত ডিসকাউন্ট। গত বছর এই ফোন যখন লঞ্চ হল, তখন তার দাম ছিল 49,999 টাকা। তারপর থেকে এখনও পর্যন্ত সবথেকে বড় অফারটি আপনি পেয়ে যাচ্ছেন ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ় সেলেই।

Samsung Galaxy S21 FE: কেন কিনবেন এই দামি ফোন?

এই হ্যান্ডসেটে রয়েছে একটি AMOLED 120Hz ডিসপ্লে। এই ফোনটি কাস্টমারদের কাছে বাজেটের নিরিখে ভাল পারফরম্যান্সই অফার করবে। দাম যেমন ভাল, তার ফিচার্স তো ভাল হবেই। তবে এই ফোনে আপনি সবথেকে ভাল অভিজ্ঞতা পাবেন জেনশিন ইম্প্যাক্ট, কল অফ ডিউটি-সহ একাধিক গেম খেলে। দুরন্ত ব্যাটারি লাইফ, সারাদিন কনটেন্ট দেখা বা গেম খেলার পরেও কখনওই ব্যাটারি ফুরিয়ে যাবে না।

Next Article