2,500 টাকা সস্তা হল Samsung Galaxy M14, এখন মাত্র 12,490 টাকায়, কেন কিনবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 14, 2023 | 5:43 PM

এই Samsung Galaxy M14 ফোন যখন লঞ্চ হয়েছিল, তখন তার দাম ছিল 14,990 টাকা। এখন, Samsung India অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনই আপনি পেয়ে যাবেন 12,490 টাকায়।

2,500 টাকা সস্তা হল Samsung Galaxy M14, এখন মাত্র 12,490 টাকায়, কেন কিনবেন?
আকর্ষণীয় ছাড়ে Samsung মোবাইল।

Follow Us

Samsung Galaxy M14 ফোনটি সদ্য লঞ্চ করেছে। এখন সেই ফোনের দামই ব্যাপক কমে গিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে 5G ফোনটির উপরে আকর্ষণীয় ছাড় পাবেন আপনি। এই ফোন যখন লঞ্চ হয়েছিল, তখন তার দাম ছিল 14,990 টাকা। এখন, Samsung India অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনই আপনি পেয়ে যাবেন 12,490 টাকায়।

Samsung Galaxy M14 ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। ব্যবহারকারীদের দুর্ধর্ষ ভিউয়িং এক্সপিরিয়েন্স দিতে পারে এই ফোন। Gorilla Glass 5 দ্বারা সুরক্ষিত এই গ্যালাক্সি ফোনটি। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে 5nm Exynos 1330 প্রসেসরের সাহায্যে। নিশ্চিন্দে মাল্টিটাস্কিংয়ের দুরন্ত অভিজ্ঞতা দিতে পারে। 12GB পর্যন্ত RAM রয়েছে ফোনটির, সেই সঙ্গেই দেওয়া হয়েছে RAM Plus ফিচার।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 50MP। একটি F1.8 লেন্স থাকছে, যা লো লাইট ফটোগ্রাফির জন্য অসাধারণ। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। একবার চার্জ দিলে নাগাড়ে দুই দিনর ব্যাটারি ব্যাকআপ দিতে পারে ফোনটি। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই Samsung Galaxy M14। আইসি সিলভার, বেরি ব্লু এবং স্মোকি টিল এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

Next Article