Samsung Galaxy S22 Price Cut: দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট Samsung তার পরবর্তী প্রজন্মের Galaxy ফোনগুলি বাজারে নিয়ে আসতে তৈরি। এর মধ্যেই এবার একটি Samsung Galaxy ফোনের দামে ব্যাপক ভাবে কাঁচি চালাল সংস্থা। Galaxy S Series এর সেই ফোনটির নাম Samsung Galaxy S22। কোরিয়ান জায়ান্টটি এই ফোনের দাম 10,000 টাকা কমাল। এত দাম কমানোর কারণ কী? আসলে, পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ফোনগুলি জলদি নিয়ে আসতে স্যামসাং Galaxy S22 ফোনের স্টক শেষ করতে চাইছে। জেনে রাখা ভাল, এই ফোনের দুটি ভ্যারিয়েন্টের দামই কমানো হচ্ছে।
Samsung Galaxy S22: নতুন দাম ও অফার
Samsung Galaxy S22 ফোনটি লঞ্চ করা হয়েছিল মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। চলতি বছরের শুরুতেই ভারতের বাজারে হাজির হয়েছিল এই হ্যান্ডসেট। ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ মডেল এবং 8GB RAM ও 256 GB স্টোরেজ মডেল দ্বয়ের দাম যথাক্রমে 72,999 টাকা এবং 76,999 টাকা। এখন 10,000 টাকা কমার ফলে এই দুই স্টোরেজ স্পেসের দাম হয়েছে যথাক্রমে 62,999 টাকা ও 66,999 টাকা। ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Galaxy S22।
অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার Galaxy S22 ফোনটি স্যামসাং শপ অ্যাপ থেকে যাঁরা কিনবেন, তাঁরা পেয়ে যাবেন 2,000 টাকা পর্যন্ত সুবিধা। পাশাপাশি ছয় মাসের জন্য 100GB OneDrive ক্লাউড স্টোরেজও সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হবে কাস্টমারদের।
Samsung Galaxy S22: স্পেসিফিকেশন, ফিচার
Samsung Galaxy S22 ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চির ফুল HD+ AMOLED স্ক্রিন। ফোনের ডিসপ্লেটি 1300 নিটস পিক ব্রাইটনেস অফার করছে এবং এর রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে থাকছে Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক One UI 4.1 আউট অফ দ্য বক্স। স্যামসাং ঘোষণা করেছে, শীঘ্রই এই ফোনে Android 13 অপারেটিং সিস্টেম আপডেট পাঠানো হবে।
ক্যামেরার দিক থেকে Samsung Galaxy S22 ফোনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সিস্টেমে 50MP মেইন সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 10MP টেলিফটো সেন্সর, যা 3x জ়ুম সাপোর্ট করে। এই ডিভাইসে রয়েছে একটি 3700mAh ব্যাটারি। 25W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে ফোনটি।
এদিকে Samsung Galaxy A14 ফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ করতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগে এই ফোনের ক্যামেরা ও ব্যাটারি স্পেসিফিকেশনস প্রকাশ্যে এসেছে। Galaxy A14 ফোনে থাকছে শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর।