Samsung বহু প্রতীক্ষিত Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোন লঞ্চ করেছে। এর প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে। আপনি ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং Amazon-এর মাধ্যমে উভয় স্মার্টফোন কিনতে পারবেন। বাজারে আগে থেকেই Oppo Find N2 Flip ফোনটি রয়েছে। Oppo-র এটি একটি জনপ্রিয় ফোন। চলতি বছরের মার্চ মাসে Oppo ফোনটি বাজারে এনেছিল। আর তারপর থেকেই মানুষের কাছে বিরাট জনপ্রিয়তা পেয়েছে এই ফোন। উভয় ফোনই দেখতে অনেকটা একই রকম। তবে ফিচার থেকে দাম, সব কিছুতেই পার্থক্য রয়েছে। চলুন Samsung Galaxy Z Flip 5 এবং Oppo Find N2 Flip-এর মধ্যে তুলনা করে দেখা যাক কোন ফোনটি সেরা? তুলনার শেষে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটি আপনার জন্য উপযুক্ত। চলুন দেখে নেওয়া যাক।
প্রথমেই দাম জেনে নেওয়া যাক:
Samsung Galaxy Z Flip 5-এর 8/256GB মডেলের (ভ্যারিয়েন্ট) দাম 99,999 টাকা। আর Oppo Find N2 Flip-এর 8/256GB মডেলের (ভ্যারিয়েন্ট) দাম 89,999 টাকা। Oppo-এর ফোন Samsung-এর থেকে 10,000 টাকা কম।
ডিসপ্লে ও প্রসেসর:
স্যামসাং এর নতুন ফোনে একটি 3.4-ইঞ্চি কভার এবং একটি 6.7-ইঞ্চি প্রধান ডিসপ্লে রয়েছে। Oppo এর ফোনে একটি 3.26-ইঞ্চি কভার ডিসপ্লে এবং একটি 6.7-ইঞ্চি মেন ডিসপ্লে রয়েছে। ডাইমেনসিটি 9000+ চিপসেট দেওয়া হয়েছে। আর Samsung-এর ফোনে Snapdragon 8th Generation 2 SOC সাপোর্ট করে। তবে Oppo-এর তুলনায় আপনি Samsung ফোনে ভাল পারফরম্যান্স পাবেন।
ব্যাটারি:
Oppo Find N2 Flip 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে একটি 4300mAh ব্যাটারি প্যাক রয়েছে। আর Samsung Galaxy Z Flip 5 25W ফাস্ট চার্জিং সহ একটি 3700mAh ব্যাটারি প্যাক রয়েছে।
ক্যামেরা:
Samsung-এর ফোনে একটি 12+12MP ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের সামনে একটি 10MP ক্যামেরা রয়েছে। আর Oppo-এর ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সামনে, সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 32MP ক্যামেরা রয়েছে।