কোরিয়ান কোম্পানি Samsung ভারতীয় বাজারে একের পর এক স্মার্টফোন এনে চলেছে। কোম্পানিটি 26 জুলাই চলতি বছরের দ্বিতীয় আনপ্যাকড ইভেন্টের আয়োজন করতে চলেছে। কোম্পানির প্রথম ইভেন্টে Samsung Galaxy S23 সিরিজ লঞ্চ করেছিল। দ্বিতীয় আনপ্যাকড ইভেন্টে, কোম্পানি 2টি স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গিয়েছে। আপনি Samsung-এর ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোম্পানির ইভেন্ট দেখতে পাবেন। এবার প্রশ্ন হল নতুন কোন ফোন দু’টি বাজারে আনবে কোম্পানিটি? এই ইভেন্টে Galaxy Z Fold 5 আর Flip 5 লঞ্চ করবে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোন দু’টিতে আপনি কী কী ফিচার ও স্পেসিফিকেশন পাবেন?
Galaxy Z Fold 5-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:
আপনি কালো, নীল এবং সাদা রঙে Galaxy Z Fold 5 কিনতে পারবেন। স্মার্টফোনটিতে Snapdragon 8th Generation 2 SOC সাপোর্ট করবে। এতে 7.6-ইঞ্চি ভিতরের ডিসপ্লে এবং একটি 6.2-ইঞ্চি কভার ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 10MP টেলিফটো ক্যামেরা থাকবে। সামনে, ভিতরের ডিসপ্লেতে একটি 12MP ক্যামেরা দেওয়া হবে।
Galaxy Z Flip 5-এ একটি 6.7-ইঞ্চি মেন ডিসপ্লে এবং 3.4-ইঞ্চি কভার ডিসপ্লে থাকবে। Galaxy Z Flip 4-এর তুলনায় কোম্পানি এই ফোনে একটি বড় ডিসপ্লে দিয়েছে। Samsung এই ফোনে Snapdragon 8th Generation 2 SOC সাপোর্ট করবে। এছাড়াও ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। 25 ওয়াট ফাস্ট চার্জিং সহ ফোনে 3700 mAh ব্যাটারি দেওয়া হবে। যদিও এতে মটোরোলার ফোনের চেয়ে ছোট ডিসপ্লে দিয়েছে। বর্তমানে Motorola Razr 40 Ultra হল বিশ্বের সবচেয়ে পাতলা এবং বৃহত্তম কভার ডিসপ্লে ফ্লিপ ফোন। এর দাম 89,999 টাকা থেকে শুরু। তাই Motorola Razr 40 Ultra-কে কতটা টেক্কা দিতে পারবে, এখন সেটাই দেখার।
এখানেই শেষ নয়, অন্য কোম্পানিগুলিও একের পর এক ফোন বাজারে আনছে। Xiaomi 1 আগস্ট Redmi 12 স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোন টিজ করেছে। স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার প্রাথমিক ক্যামেরা থাকবে 50MP। কোম্পানি দাবি করেছে যে 10,000 বাজেটে ফোনটি সবচেয়ে বড় ডিসপ্লে পাবে। স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি পাওয়া যাবে।