Eve Jobs: স্রষ্টার কন্যা প্রথমে iphone 14 নিয়ে রঙ্গতামাশা করেছিলেন, এখন কাছ ছাড়া করছেন না ইভ জোবস

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 02, 2023 | 12:13 PM

Eve Jobs News: iPhone 14 যখন লঞ্চ করেছিল, তখন তাঁর স্টিভ জোবসের কন্যা বলেছিলেন তার সঙ্গে iPhone 13-র হুবহু মিল রয়েছে। কয়েক মাস যেতে না যেতেই ভোল বদল ইভ জোবসের। বললেন, এই ফোন ছাড়া তিনি এক মুহূর্তুও থাকতে পারছেন না।

Eve Jobs: স্রষ্টার কন্যা প্রথমে iphone 14 নিয়ে রঙ্গতামাশা করেছিলেন, এখন কাছ ছাড়া করছেন না ইভ জোবস
এখন সকলকে আইফোন ১৪ কেনার পরামর্শ দিচ্ছেন স্টিভ কন্যা ইভ।

Follow Us

iPhone 14 যখন লঞ্চ করেছিল, তখন তা নিয়ে বেজায় রঙ্গতামাশা করেছিলেন Apple সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের (Steve Jobs) কন্যা ইভ জোবস (Eve Jobs)। সে সময় তিনি বলেছিলেন, নতুন আইফোন সিরিজ়ের মধ্যে নতুনত্ব কিসসু নেই! iPhone 13 এবং iPhone 14-র মধ্যে একাধিক মিল খুঁজে পেয়ে টুইট করেছিলেন ইভ। এখন স্রষ্টার মেয়েই যখন উদ্ভাবন সম্পর্কে প্রশ্ন তুলে দেন, গ্রাহককুলের ভ্রু তো অতি অবশ্যই কুঞ্চিত হয়। কিন্তু কয়েক মাস যেতেই নিজের মত বদলালেন ইভ জোবস। যতই তিনি ফোনটিকে ব্যবহার করছেন, ততই তাঁর পছন্দ হচ্ছে iPhone 14। শুধু তাই নয়। এই ফোন তাঁর এতটাই মনে ধরেছে যে, একদিনও iPhone 14 ছাড়া থাকতে পারছেন না।

দ্য স্ট্র্যাটেজিস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে ইভ জোবস iPhone 14 সম্পর্কে তাঁর পছন্দের বিষয়গুলি তুলে ধরেছেন। বলছেন, “খুব ছোট্ট করে বলতে গেলে, সৃজনশীল মানুষজনের জন্য এটি একটি হাতিয়ার এবং আধুনিক ডিজ়াইনের মাস্টারপিস। এই ফোন আমাদের সকলের জীবনযাপনের উপায় পরিবর্তন করেছে। খুব সহজ ভাষায় বলতে গেলে, আমার একান্ত অনুভূতির দিক থেকে এই ফোন আসলে জিনিয়াস, অনন্য প্রতিভা।”

2022 সালের সেপ্টেম্বরে iPhone 14 যখন লঞ্চ করে, ইভ জোবস তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাস্যকর কিছু মিম শেয়ার করেছিলেন। সেই মিমে তিনি তুলে ধরেছিলেন, iPhone 13 এবং iPhone 14 প্রায় একই রকম দেখতে এবং কতটা একরকম তা-ও মজাদার ভাবে ফুটিয়ে তুলেছিলেন। মিম হিসেবে ইভ যে ছবিটি প্রকাশ করেছিলেন, তাতে দেখা গিয়েছিল একটি শার্ট নিয়ে পোজ় দিচ্ছেন এক ব্যক্তি। আর যে শার্ট নিয়ে তিনি পোজ় দিচ্ছিলেন, সেই শার্টটাই পরেছিলেন ওই ব্যক্তি। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “এদিন Apple-এর ঘোষণার পরই আমি iPhone 13 থেকে iPhone 14 আপগ্রেড করলাম।”

স্টিভ জোবসের চার সন্তান। লওরিন পোওয়েলের সঙ্গে স্টিভের বড় মেয়ের নাম ইভ জোবস। সম্প্রতি তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। সায়েন্স, টেকনোলজি এবং সোস্যাইটি নিয়ে তিনি পড়াশোনা করেছেন। অ্যাকাডেমিকের পাশাপাশি তিনি একজন মডেল এবং দক্ষ অশ্বারোহী।

হর্স রাইডিংয়ের প্রতি ইভ জোবসের তীব্র ঝোঁক। এই খেলার সর্বোচ্চ স্তরে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি। অলিম্পিক্স এবং ওয়ার্ল্ড ইকুয়েস্ট্রিয়ান গেমসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করারও স্বপ্ন রয়েছে তাঁর। মডেলিংয়ের কর্মজীবনও রয়েছে তাঁর। সে জগতেও নিজেকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরার জন্য কঠিন কসরত করে চলেছেন স্টিভ জোবস কন্যা ইভ জোবস।

Next Article