Tata To Make iPhone: পরবর্তী প্রজন্মের iPhone Series অর্থাৎ iPhone 15 এবং iPhone 15 Plus ভারতে তৈরি করতে চলেছে Tata Group। রিসার্চ ফার্ম ট্রেন্ডফোর্সের রিপোর্ট অনুযায়ী, Tata ইতিমধ্যেই ‘কেবলই ছোট্ট অর্ডার’ পেয়েছে দুটি নতুন আইফোন মডেলের জন্য, যেগুলি মনে করা হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ভারতে লঞ্চ করতে পারে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে উইস্ট্রনের প্রোডাকশন লাইন অধিগ্রহণের কারণে টাটা এই অর্ডারটি নিতে সক্ষম হচ্ছে। 2023 সালে বিভিন্ন iPhone মডেলের অ্যাসেম্বলি অর্ডারে Tata-র অংশ 5 শতাংশ হলেও Apple যে, চিনের বাইরে তাদের ইউপাদন স্থানান্তর করছে, বিষয়টি তারই ইঙ্গিত দিয়েছে। প্রসঙ্গত, Apple ইতিমধ্যেই দেশে iPhone SE, iPhone 12 এবং iPhone 14 তৈরি করেছে।
এখন রিপোর্টটি যদি সত্যি হয়, তাহলে Apple-এর নতুন ডিজ়াইন নির্দেশনার দিকটিও বিবেচনা করবে Tata। সেই দিক থেকে দেখতে গেলে নতুন iPhone 15 এবং iPhone 15 Plus ফোন দুটিতে টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হবে- কমন চার্জিং এবং ডেটা ট্রান্সফারিংয়ের ক্ষেত্রে অ্যাপলের নতুন সলিউশন, যা অ্যান্ড্রয়েড এখন মানছে। শুধু আইফোন নয়, Apple iPad-এর জন্যও এই নতুন চার্জিং পোর্ট দেওয়া হবে। শেষ iPhone 14-র জন্যই অ্যাপল তার নিজস্ব লাইটনিং চার্জিং পোর্ট ব্যবহার করেছে। গ্রাহকরা অভিযোগ করতেন, দ্রুত চার্জিং এবং দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে অক্ষম এই চার্জিং পোর্ট।
শুধু চার্জিং পোর্টই নয়। iPhone 15 এবং iPhone 15 Plus আরও একাধিক দিক থেকে ডিজ়াইন পরিবর্তন করতে চলেছে। আগের আইফোনগুলির মতো ফ্রন্ট ক্যামেরায় আর স্ট্যাটিক নচ এবং ফেস আইডি সেন্সর দেওয়া হবে না। তার পরিবর্তে ডায়নামিক আইল্যান্ড দেওয়া হবে। প্রথম ডায়নামিক আইল্যান্ড দেওয়া হয়েছিল iPhone 14 Pro এবং 14 Pro Max-এ। নোটিফিকেশন ও কলের উপরে ভিত্তি করে এই নচ অ্যাডজাস্ট করা যেতে পারে। বহু বছর ধরে আইফোনের একই রকমের ফ্রন্ট ডিসপ্লের লুক পরিবর্তিত হয়েছে এই ডায়নামিক নচ দেওয়ার ফলেই।
রিসার্চ ফার্মটি আরও জানাচ্ছে, আইফোনের অ্যাসেম্বলি ব্যবসায় Tata প্রবেশ করার ফলে এদেশ থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে তাইওয়ানের উইস্ট্রনকে। যদিও এর আগের একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কাজের জন্য অ্যাপল এখনও উইস্ট্রনের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে। এই মুহূর্তে ভারতে অ্যাপল প্রডাক্টগুলি ম্যানুফ্যাকচার করে ফক্সকন এবং পেগাট্রন। প্রসঙ্গত, Apple ভারতে কোনও iPhone Pro মডেল তৈরি করে না।
বিশ্বের সবথেকে বড় iPhone ফ্যাক্টরি রয়েছে চিনের ঝেংঝু প্রদেশে। Apple অনেকদিন ধরেই চাইছে, ফ্যাক্টরিটি সেখান থেকে স্থানান্তর করতে। সম্প্রতি এই রিসার্চ ফার্মটি দাবি করেছে, “অতিমারির ফলে অ্যাপলের সরবরাহের উৎসগুলি ত্বরান্বিত হয়েছে। এই ধরনের স্থানান্তরের জন্য ভারতই সুপরিচিত জায়গা।” এদিকে গত মাসেই অ্যাপল তাদের প্রথম ফিজ়িক্যাল রিটেল আউটলেট খুলেছে দিল্লি এবং মুম্বইতে। উদ্বোধনের সময় সেই স্টোর দুটিতে হাজির হয়ে গিয়েছিলেন খোদ Apple CEO টিম কুক। পাশাপাশি ভারতে অ্যাপলের পরবর্তী পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করতে নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছিলেন টিম কুক।