Tecno Spark Series: টেকনো স্পার্ক সিরিজের নতুন ফোন আসতে চলেছে ভারতে, দাম হতে পার ৮০০০ টাকার কম

শোনা গিয়েছে, এই ফোনে ৬ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি।

Tecno Spark Series: টেকনো স্পার্ক সিরিজের নতুন ফোন আসতে চলেছে ভারতে, দাম হতে পার ৮০০০ টাকার কম
টেকনো স্পার্ক সিরিজের স্মার্টফোন। Photo Credit: News24 Hindi
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 12:27 AM

টেকনো (Tecno) সংস্থা তাদের স্মার্টফোনের (Spark smartphone) রেঞ্জে নতুন একটি ফোন ভারতে লঞ্চের পরিকল্পনা করছে। শোনা গিয়েছে, এই ফোনে ৬ জিবি র‍্যাম (6GB RAM) থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা গিয়েছে, এই ফোনের দাম ভারতে হবে আট হাজার টাকার কম। সেই সঙ্গে এও শোনা গিয়েছে যে, চলতি মাসেই নাকি ভারতে লঞ্চ হবে নতুন এই টেকনো স্পার্ক ফোন। আর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে। এই ফোনে কত জিবি র‍্যাম থাকবে তার আভাস পাওয়া গেলেও আসন্ন টেকনো স্পার্ক স্মার্টফোনে কোন প্রসেসর থাকবে, স্ক্রিন সাইজ কীরকম হবে, তার রেসোলিউশন কেমন, ক্যামেরা ফিচার ও ব্যাটারি স্পেসিফিকেশন কী হবে সেই প্রসঙ্গে কোনও তথ্য এখনও জানা যায়নি। অন্যদিকে টেকনো সংস্থার স্পার্ক সিরিজের আরও একটি ফোন টেকনো স্পার্ক ৮সি এখনও ভারতে লঞ্চ হয়নি।

চলতি মাসেই ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। এই ফোনের নাম টেকনো পোভা ৫জি। টেকনো সংস্থার এই প্রথম ৫জি ফোন লঞ্চ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এছাড়াও ৫জি কানেক্টিভিটির এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। টেকনো সংস্থার দাবি তাদের এই ফোন ৩২ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ১৮৩ ঘণ্টার মিউজিক প্লেব্যাক ফিচার দিতে পারে।

গত মাসে ভারতে আরও কয়েকটি ফোন লঞ্চ করেছে টেকনো সংস্থা। ১২ জানুয়ারি লঞ্চ হয়েছিল টেকনো পপ ৫ এলটিই। এরপর ১৯ জানুয়ারি লঞ্চ হয় টেকনো পপ ৫ প্রো ফোন। তারপর ২০ জানুয়ারি লঞ্চ হয়েছিল টেকনো পোভা নিও। এর মধ্যে প্রথম দু’টি ফোন অর্থাৎ টেকনো পপ ৫ এলটিই এবং টেকনো পপ ৫ প্রো মডেলে রয়েছে অ্যানড্রয়েড ১১ (গো এডিশন)- এর সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। অন্যদিকে টেকনো পোভা নিও ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস DotNotch ডিসপ্লে। এছাড়াও টেকনো পপ ৫ এলটিই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর টেকনো পপ ৫ প্রো এবং টেকনো পোভা নিও ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুন- iQoo 9 Series: ভারতে আসতে চলেছে আইকিউওও ৯ সিরিজ, কবে লঞ্চ হবে এই সিরিজের স্মার্টফোন?

আরও পড়ুন- Micromax In 2 Price And Specifications: আর একটা সস্তার ফোন নিয়ে আসছে মাইক্রোম্যাক্স, প্রকাশ্যে দাম ও ফিচার্স