AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

20,000 টাকার Vivo T1 44W মাত্র 649 টাকায়, Flipkart-এর অবিশ্বাস্য অফার

Vivo T1 44W ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলটি আপনি Flipkart থেকে অর্ডার করতে পারেন। এই ফোনের একটি দুর্ধর্ষ স্ট্যারি স্কাই কালার অপশন রয়েছে। এমনিতে বাজারে এই ফোনের দাম 19,990 টাকা।

20,000 টাকার Vivo T1 44W মাত্র 649 টাকায়, Flipkart-এর অবিশ্বাস্য অফার
জলের দরে ভিভো-র মিড-রেঞ্জ স্মার্টফোন।
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 12:27 PM
Share

Flipkart-এ প্রায় সারা বছরই বিভিন্ন ফোনের উপরে আকর্ষণীয় ডিসকাউন্ট চলতে থাকে। তার উপরে তো আবার ই-কমার্স প্ল্যাটফর্মটিতে বছরের বিভিন্ন সময়ে সেল হাজির হয়। যে সব সেলেব্যাপক ছাড়ে মেলে বিভিন্ন প্রাইস ক্যাটেগরির ইলেকট্রনিক্স গ্যাজেটস। এবার Vivo-র একটি দামি ফোনে Flipkart-এ দুর্দান্ত ছাড় মিলছে। সেই ফোনের নাম Vivo T1 44W। ফ্লিপকার্ট তো বটেই, ভিভো-র অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে সবসময়ই এই ফোনের চাহিদা খুবই বেশি। আবার ফোনটির দাম প্রায় 20,000 টাকা হওয়ার ফলে অনেকে কিনতে গিয়েও পিছ পা হন। সেই তাঁদের জন্যই অবিশ্বাস্য ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট।

Vivo T1 44W: কত টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট

Vivo T1 44W ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলটি আপনি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন। এই ফোনের একটি দুর্ধর্ষ স্ট্যারি স্কাই কালার অপশন রয়েছে। এমনিতে বাজারে এই ফোনের দাম 19,990 টাকা। প্রাথমিক ভাবে ফোনটির উপরে আপনাকে 27% ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার ফলে এই ফোন ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 14,499 টাকা। সেই সঙ্গেই আবার এই ফোনের উপরে থাকছে একাধিক ব্যাঙ্কেরও অফার। আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফোনটির উপরে আবার ব্যাঙ্ক অফ বরোদা-র ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন আপনি যদি EMI ট্রানজ়াকশনে ক্রয় করেন, তাহলে আরও অতিরিক্ত 10% ছাড় পেয়ে যাবেন।

Vivo T1 44W: এক্সচেঞ্জ অফার

এই ফোনের উপরে আপনি পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফারও। তার জন্য আপনাকে আপনার পুরনো ফোনটি বদলাতে হবে। পুরনো ফোনটা বদলেই আপনি Vivo T1 44W পেয়ে যেতে পারেন অবিশ্বাস্য ছাড়ে। পুরনো ফোন বদলে আপনি যদি নিজেকে Vivo T1 44W ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে ফ্লিপকার্ট আপনাকে 13,850 টাকার অতিরিক্ত ছাড় দেবে। তার ফলে এই ফোনের দাম হয়ে যাচ্ছে মাত্র 649 = (14,499 – 13,850) টাকা। তবে হ্যাঁ, যে ফোনটা আপনি বদলাবেন, তার পরিস্থিতি হতে হবে অত্যন্ত ভাল। ডিসপ্লে ভাল হতে হবে, ফোনের বডিতে কোনও স্ক্র্যাচ থাকলে চলবে না, তবেই আপনি এক্সচেঞ্জ ভ্যালুর সম্পূর্ণ সুবিধা নিতে পারবেন।

Vivo T1 44W: স্পেসিফিকেশন, ফিচার

এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চির একটি ডিসপ্লে। 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে ফোনটির। পারফরম্যান্সের দিক থেকে Vivo T1 44W চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসরের সাহায্যে।

এই ভিভো স্মার্টফোনের পিছনে রয়েছে তিনটে ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে দুটি 2MP সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বেশ বড় একটি 5000mAh ব্যাটারি।