Vivo T2 5G Series: ইলেকট্রনিক কোম্পানি ভিভো (Vivo)-এর নতুন সিরিজ় Vivo T2 5G, বহুদিন ধরেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেক মানুষই এই নতুন সিরিজ়টির অপেক্ষায় ছিলেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কোম্পনিটি আজ অর্থাৎ 11 এপ্রিল সিরিজ চালু করতে চলেছে। নতুন স্মার্টফোনটি দুপুর 12 টায় একটি ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ করা হবে। আর যখনই নতুন কোনও ফোনের এন্ট্রি হয়, তখনই বেশিরভাগ মানুষের মধ্য়ে সেই ইভেন্টকে নিয়ে অনেক উত্তেজনা থাকে। এখন প্রশ্ন হল আপনি এই ইভেন্টটি দেখবেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং?
Vivo ইন্ডিয়ার অফিসিয়াল YouTube চ্যানেলে বিনামূল্যে লাইভ স্ট্রিম লাইভ করবে। আপনি সেখানেই এই নতুন ফোনের এন্ট্রি দেখতে পাবেন। এছাড়াও এই নতুন সিরিজ কিনতে ইচ্ছুক গ্রাহকরা শুধুমাত্র অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart-এ স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। তবে লঞ্চের আগে, কোম্পানি Vivo T2 সিরিজের রং এবং ডিজ়াইন প্রকাশ করেছে। লাইনআপে Vivo T2 এবং টোন্ড-ডাউন Vivo T2x রয়েছে। দুটি স্মার্টফোনই 5G সাপোর্ট করে। তবে তার আগেই দেখে নেওয়া যাক এই নতুন স্মার্টফোনটির ফিচার ও স্পেসিফিকেশন।
ফ্লিপকার্টে ইতিমধ্য়েই এই নতুন ফোনের টিজার প্রকাশিত হয়েছে:
কোম্পানিটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে আসন্ন সিরিজের টিজার প্রকাশ করেছে। আর সেখান থেকেই এই ফোনের ফিচার সম্পর্কে জানা গিয়েছে। Vivo-এর আসন্ন সিরিজ Snapdragon 695 SoC ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে একটি 64-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং OIS সাপোর্ট সহ একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও, ফ্লিপকার্ট ল্যান্ডিং পেজে যে ছবিটি প্রকাশ করেছে, তা থেকে জানা গিয়েছে ফোনটিতে 1300 নিট পিক ব্রাইটনেস, 360Hz টাচ স্যাম্পলিং রেট এবং 6000000:1 কনট্রাস্ট রেশিও সহ একটি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। Vivo T2 5G Snapdragon 695 5G SoC থাকবে। RAM-এর কথা বললে, vivo T2 5G সিরিজে 6GB RAM অপশন থাকতে পারে। Vivo T2 5G সিরিজ অ্যান্ড্রয়েড 13-এর ব্যবহার করা হয়েছে।
এছাড়াও Vivo-এর আসন্ন ফোনটি সম্প্রতি মডেল নম্বর V2240 সহ Geekbench সাইটে দেখা গিয়েছে। ফোনটি সিঙ্গেল-কোর-এ 678 পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় 1,933 পয়েন্ট অর্জন করেছে। এছাড়াও এই ফোনটিতে আরও অনেক দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে, যা ফোনটির লঞ্চের সময় জানা যাবে।