Vivo T2 ভারতে লঞ্চ করে গেল। 5G সাপোর্টেড এই ফোনটি এখন 20,000 টাকা প্রাইস ক্যাটেগরির নতুন মডেল। ক্যামেরা থেকে শুরু করে ডিজ়াইন এবং পারফরম্যান্স সংক্রান্ত একাধিক চমক রয়েছে ফোনটিতে। আর সেই সব গুণাবলীর বিচারে Vivo T2 ফোনটি জোরদার টক্কর দিতে পারে iQOO Z7-এর সঙ্গে। গেমাররা, যাঁরা মূলত পারফরম্যান্স নির্ভর ফোনের খোঁজ করেন, তাঁদের জন্য এই ফোনটি অসাধারণ হতে চলেছে। Vivo T2 ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Vivo T2: দাম কত, কোথায় পাওয়া যাবে?
Vivo T2 ফোনের দাম শুরু হচ্ছে 18,999 টাকা থেকে। এই দাম ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য। অন্য দিকে ফোনের 8GB RAM ভ্যারিয়েন্টের দাম 20,999 টাকা। লেটেস্ট ভিভো ফোনটি Flipkart এবং Vivo E-Store থেকে কিনতে পারবেন কাস্টমাররা। দুটি রঙে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা, সঙ্গে গ্র্যাডিয়েন্ট ফিনিশিং রয়েছে। 18 এপ্রিল থেকে এই ফোন ক্রয় করা যাবে।
Vivo T2: স্পেসিফিকেশন, ফিচার
সদ্য লঞ্চ হওয়া Vivo T2 ফোনে রয়েছে 6.38 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে, 1,300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। অর্থাৎ এই উজ্জ্বল স্ক্রিন আপনাকে সূর্যের আলোতেও দুর্দান্ত দর্শন অভিজ্ঞতা দিতে পারবে।
পারফরকম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ থাকলেও আপনি তা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়িয়ে নিতে পারেন। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে একটি Android 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম।
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 64MP। ফোনের পিছনের এই মূল ক্যামেরা আবার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করবে। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 2MP সেন্সর, যা ভাল ডেপথ অফ ফিল্ডে ছবি তুলতে সাহায্য করবে। অন্য দিকে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
Vivo T2-তে অত্যন্ত শক্তিশালী 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 44W চার্জার।