Vivo V25 Launched: কয়েক দিন আগে ভারতে Vivo V25 Pro লঞ্চ হয়েছিল। আর এদিন আগমন হল Vivo V25-এর। প্রো মডেলের মতোই এই নতুন ভার্সনটিও একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন। 5G ফোনটির ডিজ়াইন অনেকটাই Vivo V25 Pro-র মতোই। নতুন ফোনটির লুক আরও অনবদ্য হয়েছে তার অন্যতম কারণ হল গ্লাস ব্যাক প্যানেল রয়েছে ফোনটিতে, যা রং বদলাতে পারে। দামের দিক থেকে প্রো মডেলটি যেখানে 40,000 টাকার মধ্যে নিয়ে আসা হয়েছিল, সেখানে এই স্ট্যান্ডার্ড Vivo V25-এর দাম 30,000 টাকারপ মধ্যেই। এই প্রাইস ক্যাটেগরিতে ফোনটিতে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।
Vivo V25: দাম ও উপলব্ধতা
Vivo V25 ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 27,999 টাকা এবং হাই-এন্ড 12GB RAM + 256GB স্টোরেজ কনফিগারেশনের মডেলটির দাম 31,999 টাকা। রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা-সহ দেশের বিভিন্ন অফলাইন স্টোর থেকে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। ICICI বা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহারে মিলবে 10% ক্যাশব্যাক।
Vivo V25: ফিচার্স ও স্পেসিফিকেশনস
এই ভিভো স্মার্টফোনের ডিসপ্লে ডিজ়াইনে ওয়াটারড্রপ-স্টাইল নচ রয়েছে সেলফির ঘরের জন্য। 6.44 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে, যা ফুল HD+ রেজ়োলিউশন অপারেট করে। একটি AMOLED স্ক্রিন রয়েছে এই ডিসপ্লেতে, যার রিফ্রেশ রেট 90Hz।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে MediaTek Dimensity 900 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম। এছাড়া বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই Vivo V25 ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। ফোনের ক্যামেরা অ্যাপটি নাইট মোড, পোর্ট্রেইট, স্লো মোশন, টাইম-ল্যাপস, ভ্লগ মুভি এবং ডুয়াল ভিউ সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 50MP ফ্রন্ট ফেসিং সেন্সর।