আশ্চর্য Vivo X100 Pro+ ফোনে থাকছে 200MP পেরিস্কোপ ক্যামেরা, এমন ফোন পৃথিবীতে আগে আসেনি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 16, 2023 | 12:31 PM

Vivo X100 Pro+ ফোনে পারফরম্যান্সের জন্য থাকতে পারে একটি Snapdragon 8 Gen 3 প্রসেসর। ফোনে যে 200 মেগাপিক্সেল ক্য়ামেরা রয়েছে তাতে একাধিক কাস্টমাইজ়েশন রয়েছে। Sony IMX890 এবং IMX866 এর থেকেও ভাল কিছু সেন্সর থাকতে পারে ফোনটিতে।

আশ্চর্য Vivo X100 Pro+ ফোনে থাকছে 200MP পেরিস্কোপ ক্যামেরা, এমন ফোন পৃথিবীতে আগে আসেনি
দুর্ধর্ষ ফোন নিয়ে আসছে ভিভো।

Follow Us

Vivo X100 Pro+ ফোনটি নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরেই জল্পনা চলছে। মূলত, ফটোগ্রাফির উপরে ফোকাস করা এই ফোনটি চলতি বছরের নভেম্বরেই দেশের বাজারে হাজির হতে পারে। Vivo X100 Series-এ রয়েছে মোট তিনটি ফোন: Vivo X100, X100 Pro এবং X100 Pro+। এই তিনটি ফোনের মধ্যে সবথেকে আকর্ষণীয় হতে চলেছে X100 Pro+, যাতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকছে। সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে এই ফোন সম্পর্কিত একাধিক তথ্য জানানো হয়েছে। জানা গিয়েছে, কাস্টম-মেড সেন্সর থাকছে ফোনটিতে।

Vivo X100 Pro+ ফোনে থাকছে 200MP পেরিস্কোপ ক্যামেরা

ওয়েইবো পোস্টে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তরফে জানানো হয়েছে, Vivo X100 Pro+ ফোনে যে 200 মেগাপিক্সেল ক্য়ামেরা রয়েছে তাতে একাধিক কাস্টমাইজ়েশন রয়েছে। Sony IMX890 এবং IMX866 এর থেকেও ভাল কিছু সেন্সর থাকতে পারে ফোনটিতে। আর একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই ফোনের জন্য Samsung এর সঙ্গে জুটি বাঁধছে Vivo। Samsung HPV ক্যামেরা সেন্সর দেওয়া হচ্ছে ফোনটিতে।

লাইটওয়েট ক্যামেরা সেন্সরটি Samsung HP3 এর উপরে ভিত্তি করেও নির্মিত হতে পারে। ফোনটিতে থাকতে পারে 1/1.4 ইঞ্চি সাইজ়ের ক্যামেরা, যা 3x বা 5x অপটিক্যাল জ়ুম ক্ষমতাসম্পন্ন। দুই টিপস্টারই জানিয়েছেন, অ্যাডভান্সড AI অ্যালগরিদম রয়েছে ফোনটিতে, যার দ্বারা 10X অপটিক্যাল জ়ুমের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন তাঁরা।

এদিকে আরও একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, Vivo X100 এবং X100 Pro এই দুটি ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 চিপসেট, যা শীঘ্রই লঞ্চ করতে চলেছে। চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ এই প্রসেসরটি লঞ্চ করা হতে পারে বলে খবর।

Vivo X100 Pro+ ফোনে পারফরম্যান্সের জন্য থাকতে পারে একটি Snapdragon 8 Gen 3 প্রসেসর। প্রসঙ্গত, গত বছর X90 Pro+, X90 এবং X90 Pro তিনটি ফোন লঞ্চ করে ভিভো। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, X100 Pro+ ফোনটি চলতি বছরের শেষ দিকে লঞ্চ না হয়ে 2024 সালের প্রথমার্ধ্বে হাজির হতে পারে। X90 Pro+ ফোনটি প্রাথমিক ভাবে চিনের বাইরে অন্যান্য দেশের বাজারে লঞ্চ করা হয়নি। তবে, X100 Pro+ সহ এই সিরিজ়ের অন্যান্য ফোনগুলি চিন, ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তেই লঞ্চ করা হবে।

Next Article