Vivo Y1s: ভিভোর এই ফোনের ৩ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? দেখে নিন বিভিন্ন ফিচার

ভিভো ওয়াই১এস ফোনের পিছনের অংশে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর। এর সঙ্গে ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি সেনসর। 

Vivo Y1s: ভিভোর এই ফোনের ৩ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? দেখে নিন বিভিন্ন ফিচার
এই ফোনের ২ জিবি ভ্যারিয়েন্ট আগেই লঞ্চ হয়েছে ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2021 | 4:11 PM

ভিভো ওয়াই১এস ফোনের ৩জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। এর আগে এই ফোনেরই ২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট মডেলও লঞ্চ হয়েছিল। গত নম্ভেম্বর মাসে ভারতে এসেছিল ভিভো ওয়াই১এস (২ জিবি র‍্যাম) মডেল। জানা গিয়েছে, ভিভো ওয়াই১এস (৩ জিবি র‍্যাম) মডেল দু’টি রঙে পাওয়া যাবে ভারতে। এই ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ।

ভিভো ওয়াই১এস ৩ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে দাম ভারতে কত?

৯৪৯০ টাকায় ভারতে পাওয়া যাচ্ছে ভিভোর এই ফোন। অরোরা ব্লু এবং অলিভ ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই ফোন। অ্যামাজন। ফ্লিপকার্ট, পেটিএম, ভিভো ইন্ডিয়া ই স্টোর এবং টাটাক্লিক ও বাজাজ ইএমআই স্টোর থেকে কেনা যাবে ভিভো ওয়াই১এস (৩ জিবি র‍্যাম) মডেল। এছাড়া দেশজুড়ে অন্যান্য ফোনের দোকান থেকেও এই ফোন কেনা সম্ভব।

ভিভো ওয়াই১এস ফোনের বিভিন্ন ফিচার-

১। ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১০ এবং Funtouch OS 10.5।

২। এই ফোনে ৬.২২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।

৩। এছাড়াও এই ফোনে রয়েছে octa-core MediaTek Helio P35 প্রসেসর।

৪। ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

৫। ভিভো ওয়াই১এস ফোনের পিছনের অংশে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর। এর সঙ্গে ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি সেনসর।

৬। ৪জি এলটিই পরিষেবার এই ফোনে কানেকটিভিটি অপশন হিসেবে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস।এ-জিপিএস, এমএফ রেডিও, মাইক্রো ইউএসবি, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।

৭। এই ফোনের ব্যাটারি ৪০৩০mAh। ফোনের ওজন ১৬১ গ্রাম।

আরও পড়ুন- OnePlus Nord N200 5G: কী কী বৈশিষ্ট্য থাকতে পারে এই ফোনে? অনলাইনে প্রকাশ হল বিভিন্ন ফিচার

৮। ফোনের সেনসর অন বোর্ডে রয়েছে অ্যাক্সিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেনসর।