Vivo ভারতে একটি মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে হাজির হল। লেটেস্ট হ্যান্ডসেটের নাম Vivo Y200। ফোনের ডিজ়াইন যেমন চমৎকার, তেমনই দুর্দান্ত তার ফিচার ও স্পেসিফিকেশন। জাঙ্গল গ্রিন এবং ডেজ়ার্ট গোল্ড দুই আকর্ষণীয় কালারে পাওয়া যাবে ফোনটি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই তালিকাভুক্ত করা হয়েছে ফোনটি। ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই Vivo Y200 ফোনটি অর্ডার করতে পারবেন কাস্টমাররা।
Vivo Y200: দাম ও অন্যান্য তথ্য
কোম্পানির ওয়েবসাইটে অফিসিয়াল লিস্টিং থেকে জানা গিয়েছে, Vivo Y200-এর দাম 21,999 টাকা। একটাই মাত্র স্টোরেজে পাওয়া যাবে এই ভিভো হ্যান্ডসেট- 8GB RAM + 128GB স্টোরেজ। সেলের প্রথম কয়েক দিন থাকছে আকর্ষণীয় ছাড়। 2,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে ফোনটি। সেই সঙ্গেই আবার থাকছে এক্সচেঞ্জ বোনাস সহ নো-কস্ট ইএমআই এর মতো একাধিক অফার।
Vivo Y200: ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y200 ফোনে রয়েছে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার স্ক্রিন রেজ়োলিউশন 2400 X 1080 পিক্সেল। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 800 নিটস এবং রিফ্রেশ রেট প্যানেল 120 Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে স্ন্যাপড্রাগন 4 Gen 1 চিপসেটের সাহায্যে।
এই প্রসেসরটি পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক Funtouch OS 13 অপারেটিং সিস্টেম রয়েছে ফোনটিতে। এছাড়া রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী 4800mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফোনের ক্যামেরা সেটআপটিও ঢেলে সাজানো হয়েছে। ডুয়াল ক্যামেরার এই ফোনের প্রাইমারি সেন্সর 64MP। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 2MP সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে।