ভারতে লঞ্চ হবে Vivo Y75 ফোন। সম্প্রতি Viv0 সংস্থার তরফেই তাদের এই Y Series ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে Vivo Y75 ফোনের সম্ভাব্য Specifications প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে এই ফোনে একটি ৬.৪৪ ইঞ্চির AMOLED Display থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি MediaTek Helio G96 SoC। এর পাশাপাশি এই ফোনে একটি Triple Rear Camera সেটআপ থাকতে পারে। সেখানে আবার 50 MP Primary Camera Sensor থাকার সম্ভাবনা রয়েছে। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে Vivo Y75 ফোন। Vivo কোম্পানির সম্প্রতি দুটো Teaser প্রকাশ করেছে। সেখানেই চিনের এই সংস্থা জানিয়েছে যে Vivo Y Series-এর নতুন ফোন Vivo Y75 ভারতে লঞ্চ হতে চলেছে আগামী দিনে। আর এক Tipster এই ফোনের সম্ভাব্য Specifications প্রকাশ করেছেন।
Vivo Y Series-এর নতুন ফোন Vivo Y75-এর একটি ছবি এবং একটি ছোট ভিডিয়ো দুটো আলাদা Tweet-এ শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে Vivo Y75 একটি Slim ফোন হতে চলেছে। ফোনের পিছনের অংশে বিভিন্ন রঙ দেখা যেতে পারে। এছাড়াও থাকবে Rectangular Camera Module এবং একটি ওষুধের Capsule-এর সাইজের LED flash। এবার দেখে নেওয়া যাক Vivo Y75 ফোনের সম্ভাব্য Specifications।
Vivo Y75 ফোনের সম্ভাব্য Specifications-গুলো দেখে নেওয়া যাক