iOS And Android: হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। ভারতেও হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা নেহাত কম নয়! সারা বিশ্বে দৈনিক প্রায় 2 বিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে হোয়াটসঅ্যাপের। যার মধ্যে একটা বড় অংশের মানুষ আইফোন থেকে হোয়াটসঅ্যাপ করেন, আর একটা সংখ্যাক মানুষ অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে। কিন্তু এখন যদি কারও কাছে আউটডেটেড আইফোন থাকে, তাহলে দীপাবলির পর থেকে তাঁর কাছে হোয়াটসঅ্যাপ অধরাই থেকে যাবে। হ্যাঁ, পুরনো ভার্সনের আইফোন যদি থাকে আপনার কাছে বা আপনি যদি আপনার সাধের আইফোনটি অনেক দিন ধরে আপডেট না করে থাকেন, তাহলে 24 অক্টোবরের পর থেকে সেটায় আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। অ্যাপলের তরফ থেকে সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, যাঁদের কাছে iOS 10 এবং iOS 11 ভার্সন রয়েছে, তাঁদের ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।
তালিকায় আপনার ফোনটিও?
1) হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টার পেজ অনুযায়ী, এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করতে আইফোন ইউজারদের দরকার iOS 12 বা আরও নতুন কোনও ভার্সন।
2) যে সব আইফোন iOS 10 এবং iOS 11 সফটওয়্যার ভার্সন দ্বারা চালিত, 24 অক্টোবরের পর থেকে সেই অ্যাপল ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ চলবে না।
3) শুধু আইফোনই নয়। যে সব অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর কাছে Android 4.1 বা তার পরবর্তী কোনও ভার্সন রয়েছে, একমাত্র তাঁরাই এবার থেকে নিজেদের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের নিরবচ্ছিন্ন ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই আইফোন ব্য়বহারকারীদের নোটিফাই করেছে যে, iOS 10 বা iOS 11 তার পরবর্তী আইওএস ভার্সনগুলি ছাড়া হোয়াটসঅ্যাপ চলবে না। এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে মেসেজিং প্ল্যাটফর্মের ব্যবহার চালিয়ে যেতে দ্রুত সফটওয়্যার আপডেট করতে হবে।
হোয়াটসঅ্যাপ তার প্রাইভেসি এবং ইউজার ইন্টারফেস আপগ্রেড করতে সর্বদা কাজ চালিয়ে যায়। সেই বিষয়টি নিশ্চিত করতে মেসেজিং অ্যাপটি তার অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের ফোনে যাতে লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকে, সেই বিষয়টিতে নজর রাখে। হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক অতীতে তাদের প্ল্যাটফর্মে যে সব গুরুতর সুরক্ষা বৈশিষ্ট্যগুলি নিয়ে এসেছে, সেগুলি পুরনো আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করবে না।
এখন আপনার আইফোন যদি আটো-আপডেটে না থাকে, তাহলে আপনাকে নতুন iOS ভার্সনে আপগ্রেড করিয়ে নিতে ফোনের সেটিংস অপশন থেকে জেনারেলে যেতে হবে এবং তারপরে লেটেস্ট iOS ভার্সন পেতে সফটওয়্যার আপডেট করে নিতে হবে।