WhatsApp-এ আপনি এবার নিজেকে মেসেজ পাঠাতে পারবেন, আলাদা নয়, আপনার ওই একই নম্বরে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 01, 2022 | 1:06 PM

WhatsApp Latest Update: নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ, যেখানে আপনি আপনার নম্বরেই হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আপনার ওই নম্বরেই করতে পারবেন, যেখানে বাকিরাও হোয়াটসঅ্যাপ করতে পারেন।

WhatsApp-এ আপনি এবার নিজেকে মেসেজ পাঠাতে পারবেন, আলাদা নয়, আপনার ওই একই নম্বরে
নিজেকে হোয়াটসঅ্যাপ করার জরুরি বৈশিষ্ট্য। প্রতীকী ছবি।

Follow Us

WhatsApp Message To Yourself: ইউজ়ার অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি মেসেজিং প্ল্যাটফর্মটিকে এমনই ফিচার নিয়ে কাজ করতে দেখা গিয়েছে, যার সাহায্যে ইউজাররা নিজেরাই নিজেদের মেসেজ করতে পারবেন। তা-ও আবার কোনও ভিন্ন নম্বরের সাহায্য ছাড়া। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের কাছে এমন কোনও ফিচার নেই যার সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের মেসেজ পাঠাতে পারেন। তবে এখন এই নতুন লিঙ্কড ফিচারের মাধ্যমে সেই অসম্ভবই সম্ভবপর হতে চলেছে।

অনেক সময় আমাদের অনেক জরুরি জিনিসপত্র নোট করে রাখার দরকার হয়। কিন্তু তা নোট করতে কি আমরা রাস্তায় নোটবুক নিয়ে ঘোরাফেরা করব? সম্ভব নয়। ফোনই যখন সর্বক্ষণের সঙ্গী, তখন ফোনেই নোট করে রাখলে সমস্যাটা কোথায়? আর সেই নোট যদি আবার নিজেকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখা যায়, মন্দ কোথায়? অনেক ফোনে নোটস অ্যাপ থাকে, অনেক ফোনে আবার থাকে না। তবে সবথেকে ভাল হয় যদি সরাসরি হোয়াটসঅ্যাপে নিজেকে লিখে নিজেকেই জরুরি বিষয়টা পাঠিয়ে রাখা যায়।

ফিচার্স ট্র্যাকার Wabetainfo-তে হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচারটি সর্বপ্রথম পরিলক্ষিত হয়। রিপোর্টে বলা হয়েছে, “মাল্টি-ডিভাইসে অনুপস্থিত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল লিঙ্ক করা ডিভাইস থেকে নিজের কাছে বার্তা পাঠানোর ক্ষমতা।” রিপোর্টে আরও যোগ করা বলা হচ্ছে, “এই সমস্যার সমাধানে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটার জন্য আপডেট নিয়ে আসা হচ্ছে।” অর্থাৎ নিজেকে মেসেজ করার এহেন হোয়াটসঅ্যাপ ফিচারটি আপাতত টেস্টিং লেভেলে রয়েছে, সমস্ত ব্যবহারকারীদের জন্য বৈশিষ্ট্যটি রোলআউট হতে খুব একটা বেশি সময় নেবে না বলেই ধারণা।

কীভাবে কাজ করবে এই ফিচার? তার একটি স্ক্রিনশটও দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটায়। যেখানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত কন্ট্যাক্ট দেখতে পান, সেখানেই নিজেকেও দেখতে পাবেন। অন্যদের নামের পাশাপাশি আপনার নামটি ‘YOU’ হিসেবে দেখানো হবে। আপনি ওই ‘YOU’ অপশনে ট্যাপ করেই নিজের সঙ্গে চ্যাট করতে পারবেন।

রিপোর্টে আরও জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টে সবার প্রথমেই আপনার নামটি অর্থাৎ ‘YOU’ অপশনটি দেখতে পাবেন। মোবাইল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপে লগ ইন করলে এই অপশন দেখানো হবে। আপাতত টেস্টিংয়ের পর্যায়ে থাকা এই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের জন্যই নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।

Next Article