Flipkart Big Dussehra Sale 2022: তাক লাগাচ্ছে আইফোন-নাথিং, দশেরা সেলে সবচেয়ে সস্তা কোন স্মার্টফোন?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 06, 2022 | 8:20 AM

Flipkart Big Dussehra Sale 2022: উৎসবের মরসুমে নতুন মোবাইল কেনার জন্যও মুখিয়ে থাকেন অনেকে। কিন্তু, কোন স্মার্টফোন আদপেই তাঁকে করে তুলবে স্মার্ট, কোন স্মার্টফোনের হাত ধরে অফিসের কাজ থেকে গেমিং সবই করা যাবে সহজে তা বুঝতে গিয়ে বিপাকে পড়েন অনেকেই।

Flipkart Big Dussehra Sale 2022: তাক লাগাচ্ছে আইফোন-নাথিং, দশেরা সেলে সবচেয়ে সস্তা কোন স্মার্টফোন?

Follow Us

কলকাতা: উৎসবের মরসুমে প্রতি বছরই ফ্লিপকার্টের বিগ বিলিয়ন (Flipkart Big Billion Day) ডে-র জন্য অপেক্ষা করে থাকে দেশবাসী। ইলেকট্রনিক গেজেটস থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সস্তায় ও লোভনীয় ছাড়ে কেনার জন্য মুখিয়ে থাকেন বহু মানুষ। বিগ বিলিয়ন ডে-র পর এবার বিগ দশেরা সেল নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট (Flipkart)। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ সেল। স্মার্টফোন, ল্যাপটপ, ইয়ারবাড, স্মার্টওয়াচ এবং বাড়ির এবং রান্নাঘরের যন্ত্রপাতি সহ একাধিক সামগ্রীতে এই চারদিন বিশেষ ছাড় পাবেন ক্রেতারা। এদিকে উৎসবের মরসুমে নতুন মোবাইল কেনার জন্যও মুখিয়ে থাকেন অনেকে। কিন্তু, কোন স্মার্টফোন (Smartphone) আদপেই তাঁকে করে তুলবে স্মার্ট, কোন স্মার্টফোনের হাত ধরে অফিসের কাজ থেকে গেমিং সবই করা যাবে সহজে তা বুঝতে গিয়ে বিপাকে পড়েন বহু মানুষ। 

iPhone 13

ব্যাঙ্ক অফার এবং সমস্ত ডিসকাউন্টের যোগ করার পরে বিগ ডসেরা সেলে ৩৪ হাজার ৪৯০ টাকায় Apple iPhone 11 কিনতে পারছেন ক্রেতারা। তবে ছাড় ছাড়া এটি ফ্লিপকার্টে ৪১ হাজার ৯৯০ টাকায় বিক্রি হয়। একইসঙ্গে বর্তমানে 57,240 টাকায় iPhone 13 কিনতে পারবেন ক্রেতারা। স্মার্টফোনটিতে A15 Bionic চিপসেট রয়েছে। সেলফি তোলার জন্য এটির সামনে একটি 12MP ক্যামেরা রয়েছে। 

Nothing Phone (1) 

সাম্প্রতিককালে নয়া ফিচার ও দুর্দান্ত লুকের জন্য স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলেছে নাথিং।  Nothing Phone (1) এর 128GB স্টোরেজ মডেলটির জন্য বর্তমানে খরচ করতে হবে ২৯ হাজার ৯৯৯ টাকা। অফার ছাড়া এর বর্তমান বাজারমূল্য ৩৭ হাজার ৯৯৯। এই স্মার্টফোনটি বর্তমানে ২১ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।

Motorola Edge 20 Pro

সাম্প্রতিককালে অন্যান্য স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে মোটোরওয়ালার স্মার্টফোন। সেল চলাকালীন Motorola Edge 20 Pro ফোনটি ২৯ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। একইসঙ্গে Motorola Edge 30 Pro স্মার্টফোনটি বিক্রি হচ্ছে ৪১ হাজার ৪৯৯ টাকায়। 

Next Article