Xiaomi-র ঝুলিতে প্রিমিয়াম স্মার্টফোন খুবই কম রয়েছে। সেই গুটিকয়েক প্রিমিয়াম ফোনের একটি হল Xiaomi 12 Pro। সেই ফোনটাই এখন ব্যাপক সস্তা হয়ে গেল। Amazon-এ Xiaomi 12 Pro-র উপরে বিরাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এখন আপনি যদি কোনও ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে Xiaomi 12 Pro-র থেকে ভাল অপশন আর কিছু হতে পারে না। কীভাবে আপনি এই অফার পাবেন, কেনই বা এই ফোন আপনি ক্রয় করবেন, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।
Xiaomi 12 Pro: দাম ও অফার
Xiaomi 12 Pro ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটির দাম 79,999 টাকা। এখন Amazon এই ফোনের উপরে মোটা অঙ্কের ডিসকাউন্ট দিচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মটি বিভিন্ন অফারের ভিত্তিতে এই ফোনের উপরে সরাসরি 30% ডিসকাউন্ট দিচ্ছে। তার ফলে কাস্টমাররা Xiaomi 12 Pro ফোনের উপরে অন্তত 24,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এই অফার যদি আপনাকে আকর্ষিত করে তাহলে 55,999 টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন একটা Xiaomi 12 Pro।
এর পরেও আবার থাকছে এক্সচেঞ্জ ডিসকাউন্ট। সীমিত সময়ের এক্সচেঞ্জ অফারে Xiaomi ফোনটির উপরে আপনার জন্য থাকছে আরও 24,050 টাকার ছাড়। তবে কাস্টমাররা যে ফোনটি এক্সচেঞ্জ করবেন, তার কন্ডিশন অত্যন্ত ভাল হতে হবে। সেই ফোনটি ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে, তার ডিসপ্লে থেকে শুরু করে ফোনের বডি সব কিছু নিখুঁত হতে হবে। শেষমেশ সব অফার মিলিয়ে Xiaomi 12 Pro ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 31,949 টাকা।
Xiaomi 12 Pro: কেন কিনবেন প্রিমিয়াম ফোনটি
Xiaomi 12 Pro ফোনে রয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, যাতে 2K+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1500 নিটস। এই ফোনে রয়েছে একটি 6.73 ইঞ্চির WQHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লেমেট দ্বারা এই শাওমি ফোনের ডিসপ্লে A+ সার্টিফিকেশন পেয়েছে। পাশাপাশি ডলবি ভিসন এবং HDR10+ কমপ্লায়েন্টও।
Xiaomi 12 Pro স্মার্টফোনে একটি 50MP Sony IMX707 সেন্সর দেওয়া হয়েছে, যা অন্তত 120% অতিরিক্ত আলো ক্যাপচার করতে পারে। এই মূল ক্যামেরার সঙ্গে একটি 50MP টেলিফটো এবং 50MP আলট্রা ওয়াইড সেন্সরও রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত একটি Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক MIUI 13 ইন্টারফেস। অত্যন্ত শক্তিশালী একটি 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে। বক্সের ভিতরে একরটি 120W HyperCharge চার্জার দেওয়া হচ্ছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, মাত্র 18 মিনিটের মধ্যেই ফোনটি 0-100% চার্জ করে ফেলে। এছাড়াও ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করবে।