Xiaomi 13 Pro-র ভারতে আগমন, Xiaomi-র সবথেকে দামি ফোন, Leica-র ক্যামেরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 01, 2023 | 1:16 PM

Xiaomi 13 Pro ভারতে লঞ্চ করা হয়েছে 79,999 টাকা দামে। ফোনটি এ দেশে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 12GB RAM + 256GB স্টোরেজে। সেরামিক হোয়াইট এবং সেরামিক ব্ল্যাক এই দুই রঙে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা।

Xiaomi 13 Pro-র ভারতে আগমন, Xiaomi-র সবথেকে দামি ফোন, Leica-র ক্যামেরা
দেশের প্রথম 1 ইঞ্চি স্মার্টফোন।

Follow Us

Xiaomi 13 Pro ফোনটি এবার ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল। এই স্মার্টফোনের ক্যামেরা তৈরি করেছে Leica। ভারতের বাজারে এটাই এখনও পর্যন্ত Xiaomi-র সবথেকে দামি স্মার্টফোন। Xiaomi 13 Pro ভারতে লঞ্চ করা হয়েছে 79,999 টাকা দামে। ফোনটি এ দেশে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 12GB RAM + 256GB স্টোরেজে। সেরামিক হোয়াইট এবং সেরামিক ব্ল্যাক এই দুই রঙে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। গত বছর ভারতে যে Mi 11 Ultra লঞ্চ হয়েছিল, তার থেকেও দামি এই Xiaomi 13 Pro। এই Mi 11 Ultra ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ 69,999 টাকা। এত দিন পর্যন্ত এটিই ছিল শাওমির সবথেকে এক্সপেন্সিভ ফোন। কিন্তু Xiaomi 13 Pro সেই সব দাম ছাপিয়ে গেল। এমনকী, Xiaomi 12 Pro-র থেকেও এখন অনেকটা দামি।

Xiaomi 13 Pro সেল অফার

6 মার্চ থেকে Amazon ও সমস্ত Xiaomi অফিসিয়াল চ্যানেলে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। প্রথম 1,000 জন কাস্টমার এই ফোনের সঙ্গে স্পেশ্যাল মার্চেন্ডাইজ় বক্স পেয়ে যাবেন। এমনিতে সকল কাস্টমাররা এই ফোনটি ক্রয় করতে পারবেন 10 মার্চ থেকে। ICICI Bank-এর কার্ড ব্যবহার করে যাঁরা এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা 10,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন।

তাছাড়া এক্সচেঞ্জ অফারেও থাকছে মোটা অঙ্কের ছাড়। আপনার কাছে যদি Mi 11 Ultra থাকে এবং তা বদলে যদি নিজেকে Xiaomi 13 Pro ফোনে আপগ্রেড করে নেন, তাহলে 12,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। আবার iPhone 12 বদলে আপনি যদি নিজেকে Xiaomi 13 Pro-তে আপগ্রেড করে নেন, তাহলে 8,000 টাকার এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন।

Xiaomi 13 Pro স্পেসিফিকেশন

Xiaomi 13 Pro ফোনটি ডিজ়াইন করা হয়েছে ক্যামেরা-সেন্ট্রিক কাস্টমারদের জন্য। তবে চমৎকার ক্যামেরা সেটআপের পাশাপাশি ফোনটি প্রতিদিনের কাজগুলিও করতে পারে চমৎকার ভাবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকমের Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। রয়েছে 4,820mAh ব্যাটারি, যা 120W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনের সঙ্গে একটি 120W চার্জার দেওয়া হচ্ছে।

এটিই ভারতের প্রথম স্মার্টফোন, যাতে 1 ইঞ্চির ক্যামেরা রয়েছে। সেই সেন্সরটি Sony IMX989। এই ক্যামেরা সেটআপটি টিউন করেছে জনপ্রিয় ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা Leica। ক্যামেরা সিস্টেমটিতে Leica ফিল্টারও দেওয়া হয়েছে। Xiaomi 13 Pro ফোনের ক্যামেরাটি 24fps রেটে 8K ভিডিয়ো রেকর্ড করতে পারে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Next Article