Xiaomi 13 Pro ফোনটি চিনের পর ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও হাজির হয়েছে। ভারতে এখনও পর্যন্ত এটিই Xiaomi-র প্রথম এমন কোনও ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যার দাম 79,999 টাকা। পাশাপাশি এটিই ভারতের প্রথম স্মার্টফোন, যাতে 1 ইঞ্চির Leica পাওয়ার্ড ক্যামেরা রয়েছে। তার থেকেও বড় কথা হল, Xiaomi 13 Pro ভারতের প্রথম কোনও স্মার্টফোন যাতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দেওয়া হয়েছে। গত বছর কোম্পানি Xiaomi 12 Pro নিয়ে হাজির হয়েছিল। তারই পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপগ্রেডেড মডেল হল Xiaomi 13 Pro। এখন প্রশ্ন হচ্ছে, আগের মডেলের তুলনায় কতটা আপগ্রেডেড হল নতুন মডেলটি? নতুন ফোনে মূলক কোন কোন দিকে জোর দেওয়া হয়েছে? আর কেনই বা আপনি Xiaomi 12 Pro আপগ্রেড করে Xiaomi 13 Pro ক্রয় করতে যাবেন? সেই সব তথ্য জানতে আপনাকে এখনই দেখে নিতে হবে, Xiaomi 13 Pro এবং Xiaomi 12 Pro-এর তুলনামূলক আলোচনা।
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: ডিসপ্লে
Xiaomi 13 Pro স্মার্টফোনে রয়েছে 6.36 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 1080X2400 পিক্সেল। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট অফার করছে এবং তার পিক ব্রাইটনেস 1900 নিটস। এই স্ক্রিন ডলবি ভিজ়ন সাপোর্ট করে এবং কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত। Xiaomi 12 Pro ফোনে রয়েছে 6.73 ইঞ্চির কোয়াড HD+ ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 1440X3200 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং তা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। ফোনটি 1500 নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং ডলবি ভিজ়ন সাপোর্ট করে।
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: প্রসেসর
Xiaomi 13 Pro ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2। অন্য দিকে Xiaomi 12 Pro ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর। পারফরম্যান্সের নিরিখে এই দুই চিপসেটই অসামান্য।
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: অপারেটিং সিস্টেম
Xiaomi 13 Pro হল কোম্পানির প্রথম স্মার্টফোন, যাতে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। কোম্পানির লেটেস্ট লেয়ার বা কাস্টম স্কিন MIUI 14 রয়েছে ফোনটিতে। Xiaomi 12 Pro ফোনে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির নিজস্ব কাস্টম স্কিন MIUI 13 দেওয়া হয়েছে।
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: RAM ও স্টোরেজ
এই দুই ফোনেরই দুটি RAM ও স্টোরেজ মডেল রয়েছে, যার একটি 8GB RAM + 256GB স্টোরেজ এবং অপরটি 12GB RAM + 256GB স্টোরেজ। তবে ভারতে Xiaomi 13 Pro এখন কেবল 12GB RAM + 256GB স্টোরেজ মডেলেই পাওয়া যাবে।
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: ক্যামেরা
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে Xiaomi 13 Pro-তে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফোনটির ক্যামেরা তৈরি করেছে জনপ্রিয় ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা Leica। অন্য দিকে Xiaomi 12 Pro ফোনের ক্যামেরাও তৈরি করেছিল এই Leica। এতে প্রাইমারি সেন্সর হিসেবে 50MP ক্যামেরা রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 50MP পোর্ট্রেইট ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: ব্যাটারি
Xiaomi 13 Pro ফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী এবং বড় একটি 4820mAh ব্যাটারি, যা 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করছে। Xiaomi 12 Pro ফোনটিতে রয়েছে 4600mAh ব্যাটারি, যা 120W ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে।
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: দাম
ভারতে Xiaomi 13 Pro পাওয়া যাবে একটাই মাত্র স্টোরেজ অপশনে। সেই 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটির দাম এ দেশে 79,999 টাকা। এদিকে Xiaomi 12 Pro-র একই স্টোরেজ মডেলটির দাম ভারতে এখন 54,999 টাকা।
Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: কোনটা কিনবেন?
এখন এই দুটি ফোনই এক কথায় সেরা। ডিসপ্লের দিক থেকে দেখতে গেল Xiaomi 12 Pro কিছুটা এগিয়ে ঠিকই। কিন্তু বাদ বাকি ক্যামেরা, ব্যাটারি, ফাস্ট চার্জিং, প্রসেসর, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এসবের নিরিখে অনেকটাই এগিয়ে আপগ্রেডেড Xiaomi 13 Pro। আপনি যদি কম বাজেটে প্রিমিয়াম ফোনের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান, তাহলে Xiaomi 12 Pro কিনতে পারেন। কিন্তু আপনার বাজেট যদি 80,000 টাকা হয়, সেক্ষেত্রে Xiaomi 13 Pro আপনার জন্য সেরা অপশন।