Xiaomi Mix Fold 3: চোখধাঁধানো ডিসপ্লে ও তাক লাগানো লুকের Xiaomi ফোল্ডেবল ফোন আসছে অগস্টে

Xiaomi Foldable Mobile: গত বছর অগস্টে লঞ্চ করা Xiaomi Mix Fold 2 এর থেকে অনেকাংশেই উন্নত হতে চলেছে Mix Fold 3। পারফরম্যান্সের দিক থেকে এই ফোল্ডেবল ফোন চালিত হবে একটি Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহাযে। দুর্ধর্ষ একটি 4,500mAh ব্যাটারি থাকছে, যা 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করছে।

Xiaomi Mix Fold 3: চোখধাঁধানো ডিসপ্লে ও তাক লাগানো লুকের Xiaomi ফোল্ডেবল ফোন আসছে অগস্টে
দুর্দান্ত ফোল্ডেবল ফোন নিয়ে আসছে শাওমি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 1:57 PM

Xiaomi তার পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোনের পর্দা উন্মোচন করতে চলেছে। সেই ফোল্ডেবল ফোনের নাম Xiaomi Mix Fold 3। সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও লেই জুন নিশ্চিত বার্তা দিয়ে বলছেন, Leica টিউনড্ ক্যামেরা থাকছে সেই ফোল্ডেবল ফোনে। তিনি জানিয়েছেন, গত বছর অগস্টে লঞ্চ করা Xiaomi Mix Fold 2 এর থেকে অনেকাংশেই উন্নত হতে চলেছে Mix Fold 3। পারফরম্যান্সের দিক থেকে এই ফোল্ডেবল ফোন চালিত হবে একটি Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহাযে। দুর্ধর্ষ একটি 4,500mAh ব্যাটারি থাকছে, যা 67W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করছে।

শাওমি প্রতিষ্ঠাতা এবং সিইও লেই জুন জানিয়েছেন, Xiaomi Mix Fold 3 লঞ্চ করা হবে চলতি বছরের অগস্ট মাসে। লেইকা টিউন ক্যামেরা থাকার ফলে তা মোবাইল ফটোগ্রাফিতে ব্যবহারকারীদের আলাদা অভিজ্ঞতা দেবে। হ্যান্ডসেটটিতে যে মাইক্রো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন এবং আলট্রা স্লিম হাই রিফ্র্যাক্টিভ লেন্স রয়েছে। জুন আরও যোগ করে বলছেন, কম্প্যাক্ট পেরিস্কোপ ক্যামেরা মডিউল থাকছে, যা ফোনের কোয়াড ক্যামেরা ইউনিটটিকে অসাধারণ ভাবে কাজে লাগিয়ে ছবি তুলতে সাহায্য করবে।

Xiaomi-র নতুন প্রজন্মের এই ফোল্ডেবল ফওনের একটি প্রমোশনাল ছবিও শেয়ার করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে এই ফোনটি অল-ফোকাল-লেনথ ফিচার নিয়ে হাজির হচ্ছে তার রিয়ার কোয়াড ক্যামেরা ইউনিট। হ্যান্ডসেটের বডি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের। তবে অগস্টে এই ফোন লঞ্চের ঘোষণা করা হলেও নির্দিষ্ট করে কোন দিন ফোনটি লঞ্চ করা হবে, সে বিষয়ে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি।

এই ফোল্ডেবল ফোনটি তার আগের মডেলের থেকে আরও হাল্কা। থাকছে 8.02 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 2400 x 1080। আবার কভার প্যানেলটি 6.5 ইঞ্চির, যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত। 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ থাকছে এই ফোল্ডেবল ফোনের।