iQOO 11 Smartphone: 25 মিনিটে 100% চার্জ, 3000 টাকারও কমে আনুন 60,000-র ফোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 12, 2023 | 11:35 AM

iQOO 11 Amazon Offers: iQOO 11 প্রিমিয়াম ফোনটি আপনি মাত্র 3,000 টাকায় কিনতে পারবেন। শুনে অবাক হতেন তো? বাস্তবেই এমনটাই হচ্ছে। Amazon-এ আপনি এই ফোনটি মাত্র 3000 টাকায় বাড়িতে আনতে পারবেন।

iQOO 11 Smartphone: 25 মিনিটে 100% চার্জ, 3000 টাকারও কমে আনুন 60,000-র ফোন

Follow Us

iQOO 11 Price: সম্প্রতি iQOO তাদের নতুন স্মার্টফোন iQOO 11 লঞ্চ করেছে। এই ফোনটি প্রিমিয়াম সেগমেন্টের অধীনে আনা হয়েছে। iQOO 11 ফোনটি প্রিমিয়াম ফোন হিসেবে বেশ সারা ফেলেছে ভারতে। দাম বেশি হওয়ায় কেনার ইচ্ছে থাকলেও উপায় নেই। আপনি যদি এই ফোনটি কিনতে চান তবে আপনার জন্য় একটি সুখবর আছে। iQOO 11 প্রিমিয়াম ফোনটি আপনি মাত্র 3,000 টাকায় কিনতে পারবেন। শুনে অবাক হতেন তো? বাস্তবেই এমনটাই হচ্ছে। Amazon-এ আপনি এই ফোনটি মাত্র 3000 টাকায় বাড়িতে আনতে পারবেন। তবে চলুন iQOO 11-এর উপলব্ধ সমস্ত ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

iQOO 11-এর উপর উপলব্ধ অফার:

iQOO 11-এর আসল দাম 59,999 টাকা। Amazon-এও 59,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। এবার আপনি ভাবছেন যে, তাহলে আপনি 3,000 টাকায় কীভাবে কিনবেন। Amazon সেই সুবিধাও দিচ্ছে। আপনি যদি ICICI ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করে এই ফোনটি কিনেন তাহলে আপনি 5000 টাকা ছাড় পাবেন। কিন্তু Amazon এি ফোনের দাম আরও কমিয়ে দিচ্ছে। আপনি এই ফোনটি ইএমআই (EMI)-তে কিনতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই ফোনটি সরাসরি কিনতে না পারেন, তবে আপনি এটি 2,867 টাকার সর্বনিম্ন ইএমআইতে কিনতে পারেন। এটি ছাড়াও, সাইটটি আপনাকে একাধিক নো-কস্ট ইএমআই-এর বিকল্পও দিচ্ছে। কেনার আগে ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

iQOO 11-এর ফিচার ও স্পেসিফিকেশন:

iQOO 11 স্মার্টফোনটিতে আপনাকে Qualcomm-এর সর্বশেষ Snapdragon 8 Gen 2 মোবাইল প্রসেসর রয়েছে। এতে Snapdragon 8+ Gen 1 এর তুলনায় 10% বেশি CPU পিক পারফরম্যান্স এবং 20% বেশি GPU পিক পারফরম্যান্স রয়েছে। এই প্রসেসরের সঙ্গে আপনাকে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে। এতে 2K AMOLED ডিসপ্লে 1080P ডিসপ্লের তুলনায় 77.8% বেশি পিক্সেল রয়েছে। E6-এর 25% কম পাওয়ার খরচ এবং 180nits সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে।

iQOO 11 এর 120W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। আর মাত্র 8 মিনিটে 50% ব্যাটারি এবং মাত্র 25 মিনিটে 100% ব্যাটারি চার্জ করে। এই ফোনে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার মধ্যে 50 MP GN5 OIS ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 13 MP টেলিফটো/পোর্ট্রেট ক্যামেরা দেওয়া হয়েছে।

Next Article