ভারতে লঞ্চ হল ফোর্ড ইকোস্পোর্ট এসই, বিশেষ কী বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে? দামই বা কত

Sohini chakrabarty |

Mar 10, 2021 | 2:14 PM

আমেরিকা এবং ইউরোপের বাজারে রেয়ার-মাউন্টেড স্পেয়ার হুইল ছাড়াই গাড়ি বিক্রি হয়। ইকোস্পোর্ট এসই তৈরির সময় ডিজাইনই মাথায় রেখেছিলেন নির্মাতারা।

ভারতে লঞ্চ হল ফোর্ড ইকোস্পোর্ট এসই, বিশেষ কী বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে? দামই বা কত
ফোর্ড ইকোস্পোর্ট এসই মডেলে রেয়ার-মাউন্টেড স্পেয়ার হুইল নেই।

Follow Us

ভারতের গাড়ির বাজারে জনপ্রিয়তা রয়েছে ফোর্ডের ইকোস্পোর্ট মডেলের। এবার কোস্পোর্ট এসই লঞ্চ করেছে ফোর্ড। বুধবারই লঞ্চ হয়েছে এই গাড়ি। এই মডেলের পেট্রোল ভার্সানের দাম ১০.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর ডিজেল ভার্সানের দাম ১০.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম)। ফোর্ড ইকোস্পোর্ট এসই মডেলে রেয়ার-মাউন্টেড স্পেয়ার হুইল নেই। তার বদলে রয়েছে একটি পাংচার রিপেয়ার কিট। এর সাহায্যে টায়ার পাংচার হলে, সেটা না খুলেই সারিয়ে নেওয়া সম্ভব।

আমেরিকা এবং ইউরোপের বাজারে রেয়ার-মাউন্টেড স্পেয়ার হুইল ছাড়াই গাড়ি বিক্রি হয়। ইকোস্পোর্ট এসই তৈরির সময় ডিজাইনই মাথায় রেখেছিলেন নির্মাতারা। তবে শুধু একটি বৈশিষ্ট্যই নয়, এই গাড়িতে রয়েছে আরও অনেক নতুন ফিচার। সাব-কম্প্যাক্ট ডিজাইনের এই এসইউভিতে রয়েছে একটি ডুয়াল-টোনের রেয়ার বাম্পার। গাড়ির মডেলকে স্পোর্টি লুক দেওয়ার পাশাপাশি সুরক্ষার ক্ষেত্রেও কাজ করবে এই বাম্পার। এছাড়াও ইকোস্পোর্ট এসই মডেলে রয়েছে SYNC 3 ইনফোটেনমেন্ট সিস্টেম। এর সঙ্গে রয়েছে অ্যাপেল কার প্লে।

ইঞ্জিন এবং তার বৈশিষ্ট্য-

১। দেড় লিটারের তিনটি সিলিন্ডার (TiVCT পেট্রোল ইঞ্জিন) রয়েছে গাড়ির পেট্রোল ভার্সানে। ১২২ পিএস এবং ১৪৯ এনএম টর্ক প্রোডাকশন করতে পারে এই ইঞ্জিন।

২। এছাড়া গাড়ির ডিজেল ভার্সানে রয়েছে দেড় লিটারের TiVCT ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন ১০০ পিএস পিক পাওয়ার এবং ২১৫ এনএম পিক টর্ক প্রোডাকশন করতে পারে।

দু’ধরনের ইঞ্জিনেই রয়েছে ফাইভ-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

প্রাথমিক ভাবে ফোর্ড ইকোস্পোর্ট মডেল তৈরি হয় ব্রাজিলে। এই গাড়ি প্রথমে লঞ্চ হয়েছিল দক্ষিণ আমেরিকায়। ২০০৩ সালে দক্ষিণ আমেরিকায় আত্মপ্রকাশের ১০ বছর পর ২০১৩ সালে ভারতে লঞ্চ হয় ফোর্ড ইকোস্পোর্ট। তখন গাড়ির দাম ছিল ৫.৫৯ লক্ষ টাকা (এক্স শোরুম)।

Next Article