গেমারদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মোবাইল লঞ্চ করতে চলেছে আসুস। তাইওয়ানের এই টেক জায়ান্টের ROG সিরিজে ফোর্থ এডিশন হিসেবে জুড়তে চলেছে Asus ROG Phone 5- এর নাম। বুধবারই ভারতে লঞ্চ হবে এই ফোন। সংস্থার সোশ্যাল মিডিয়া চ্যানেলে অর্থাৎ আসুস ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে ফোন লঞ্চের ইভেন্ট লাইভস্ট্রিম করা হবে। গতবছর লঞ্চ হয়েছিল ROG Phone 3। ভারতের বাজারে এই ফোন সাফল্য পাওয়ায় এবার ROG Phone 5 লঞ্চ করতে চলেছে তাইওয়ানের সংস্থা।
শোনা যাচ্ছে, আসুসের নতুন ফোনে থাকতে পারে ১৮ জিবি র্যাম। সেই সঙ্গে থাকতে পারে Qualcomm Snapdragon 888 SoC। দু’টি রঙে এই মডেল পাওয়া যাবে বলে শোনা গিয়েছে। লঞ্চের পরে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোনে কেনা যাবে। যদিও ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভারতীয় সময় বিকেল ৪টে ১৫মিনিটে এই ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর আগে আসুসের ROG Phone 3 ভারতে লঞ্চ হয়েছিল ৪৯,৯৯৯ টাকায়। অনুমান করা হচ্ছে হয়তো ROG Phone 5- এর দাম এর থেকে বেশিই হবে।
সম্ভাব্য ফিচার-
১। সূত্রের খবর, এই ফোনে ১২ জিবি, ১৬ জিবি এবং ১৮ জিবি র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৮ জিবি র্যামের অপশনও থাকতে পারে এই ফোনে।
২। আনড্রয়েড ১১ ভার্সানের এই মডেলে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে Qualcomm Snapdragon 888 SoC প্রসেসর থাকার সম্ভাবনাও রয়েছে এই মডেলে।
৩। ডুয়াল সিমের এই ফোনের ব্যাটারি 6,000mAh। তার সঙ্গে থাকবে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। এর পাশাপাশি থাকতে পারে ৩.৫ মিলিমিটারের গেডফোন জ্যাক।
৪। গেমারদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, যেসব গেমাররা হাই-কোয়ালিটির গেম খেলার জন্য উন্নত প্রযুক্তির ফোন পছন্দ করেন, তাঁদের জন্য আসুসের এই মডেল আদর্শ।
৫। সাদা এবং কালো, সম্ভবত এই দুই রঙে পাওয়া যাবে Asus ROG Phone 5।