শুরু হয়ে গিয়েছে স্যামসাং কার্নিভাল। গ্যালাক্সি এম সিরিজের দু’বছর পূরণ হওয়া উপলক্ষ্যে এই সেল শুরু হয়েছে বুধবার ১০ মার্চ থেকে। এই কার্নিভাল চলবে ১২ মার্চ পর্যন্ত। গ্যালাক্সি এম সিরিজের বিভিন্ন মডেলের উপর ছাড় দেওয়া হচ্ছে এই কার্নিভালে। অ্যামাজন এবং স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটের তরফে দেওয়া হচ্ছে অফার।
আরও পড়ুন- আসছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন দু’টি মডেল, ১৭ মার্চ ‘গ্লোবাল লঞ্চ’, ভারতে রিলিজ কবে?
মোট চারটি ফোনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে এই ছাড়। গ্যালাক্সি এম ২১, গ্যালাক্সি এম ৩১, গ্যালাক্সি এম ৩১ এস এবং গ্যালাক্সি ৫১— এই চারটি মডেলের ক্ষেত্রে অফার প্রযোজ্য রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট বা কার্ড ব্যবহার করে ফোন কিনলে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনার ক্ষেত্রেও ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
কত দামে পাওয়া যাচ্ছে কোন ফোন-
১। স্যামসাং গ্যালাক্সি এম ২১- এই মডেলের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। 6,000mAh ব্যাটারির এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর। অ্যামাজনে এই মডেল পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়।
২। স্যামসাং গ্যালাক্সি এম ৩১- এই মডেলটি অ্যামাজনে পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকায়। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই ফোন। এই মডেলেরই ব্যাটারি 6,000mAh।
৩। স্যামসাং গ্যালাক্সি এম ৩১ এস মডেলটি পাওয়া যাবে ১৮,৪৯৯ টাকায়।
৪। স্যামসাং গ্যালাক্সি এম ৫১ মডেলটি পাওয়া যাবে ২২,৯৯৯ টাকায়।
অন্যদিকে, ফ্লিপকার্টেও স্মার্টফোন কার্নিভাল শুরু হয়েছে গত ৮ মার্চ। এই সেল চলবে ১২ মার্চ পর্যন্ত। ৮ তারিখ রাত ১২টায় শুরু হয়েছে সেল। আকর্ষণীয় অফারের পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই অপশন এবং ব্যাঙ্ক অফার। অ্যাপেল, মোটোরোলা, স্যামসাং, রিয়েলমি, শাওমি- সহ একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে রয়েছে অফার। অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ক্রেতারা ইনস্ট্যান্ট ১২৫০ টাকা ছাড় পাবেন।