দেশে মানি ট্রান্সফারে টাকা গুনতে হবে না, জানাল গুগল পে

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 02, 2020 | 10:02 PM

শোনা যাচ্ছিল জানুয়ারি ২০২১ থেকে Google Payতে টাকা পাঠালে ধার্য হবে চার্জ।

দেশে মানি ট্রান্সফারে টাকা গুনতে হবে না, জানাল গুগল পে
গুগল পে

Follow Us

Tv9 বাংলা ডিজিটাল: Google pay ইউজারদের খবরটা শুনে মাথায় হাত পড়েছিল। ডিজিট্যাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে ব্যবহার করে এবার টাকা পাঠাতে গেলেই দিতে হবে নির্দিষ্ট শুল্ক। এও শোনা যাচ্ছিল জানুয়ারি ২০২১ থেকে গুগল পেমেন্টে টাকা পাঠালে ধার্য হবে চার্জ। তবে না এ খবরে আংশিক সত্যতা রয়েছে। বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ইউজারদের পেমেন্ট সংক্রান্ত কোনও শুল্ক দিতে হবে না (no money will be charged on Google pay)। তবে আমেরিকার গুগল পে ইউজারদের দিতে হবে শুল্ক।

আরও পড়ুন ভারত করবে ‘টুটার’!

গত সপ্তাহে গুগল কত্তৃপক্ষ ঘোষণা করে, নতুন বছরে রিডিজাইনড গুগল পে অ্যাপ আসতে চলেছে অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে। এবং এও জানায় যে গুগল পে-র এই পরিষেবার সুবিধে ওয়েব ব্রাউজিংয়ে পাওয়া যাবে না। রিপোর্টে এও জানা যায়, মানি ট্রান্সফারের ক্ষেত্রে নির্দিষ্ট শুল্ক ধার্য করা হয়েছে।
তবে বুধবার স্পষ্টভাবে বলা হয়, যে ভারতীয় গুগল পে-র ইউজারদের মানি ট্রান্সফারের ক্ষেত্রে অতিরিক্ত টাকাপয়সা দিতে হবে না।

ভারতে, গুগল পে ছাড়াও ফোন পে, অ্যামাজন পে এবং পেটিএম অ্যাপে অনলাইন পে-মেন্টের ব্যবস্থা রয়েছে,।

Next Article