ভারত করবে ‘টুটার’!
অ্যাপ ছাড়াও ওয়েব অ্যাকসেসও খোলা যাবে Tooter। তবে অ্যান্ড্রয়েড ভার্সানে টুটার ডাউনলোড করা গেলও আইওএস-এ তা মিলবে না।
Tv9 বাংলা ডিজিটাল: দেশের আমজনতাকে উদ্বুদ্ধ করেছে প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর’ বাণী। তার পর থেকে কখনও PUBGর বিকল্প হয়ে বাজারে নামছে ফৌজি। কখনও Tiktok -এর বদলে আসছে Mitron অ্যাপ।
তবে সম্প্রতি এক নতুন খবর অ্যাপ বাজারে ছেয়ে গেল। Twitter-কে টেক্কা দিতে তৈরি হল দেশীয় Tooter। বাজারে আসতেই খোদ টুইটারে ‘ট্রেন্ডিং’ হতে শুরু করে টুটার।
আরও পড়ুন গুগল ফোটোজ-এ ছবি রাখতে গুনতে হবে টাকা
হুবহু Twitter-এর মতো দেখতে। ইন্টারফেসের রঙ সাদা-নীল। তবে টুইটারের ‘পাখি’ আইকন বদলে হয়েছে ‘শঙ্খ’। আর Tweets নয়, পোশাকি নাম হয়েছে Toots। তবে রেজিস্ট্রেশনে হয়নি কোনও বদল। ই-মেল আইডি দিয়ে খুলতে হবে অ্যাকাউন্ট। এবং ঠিক টুইটারের মতো ফলো করতে পারেন আপনার পছন্দের মানুষকে। অ্যাপ ছাড়াও ওয়েব অ্যাকসেসও খোলা যাবে Tooter। তবে অ্যান্ড্রয়েড ভার্সানে টুটার ডাউনলোড করা গেলও আইওএস-এ তা মিলবে না।
গত জুনে শেষ হয়ে গিয়েছিল টুটারের প্রস্তুতি পর্ব। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, থেকে ভারতীয় অধিনায়ক কিংবা ‘ছোটে’ বচ্চন একে একে সবাই নিজেদের অ্যাকাউন্ট খুলে ফেলেছেন Tooter-এ। তবে নেটিজেনদের উত্তেজনা কিন্তু তুঙ্গে। মজাদার সব মিমে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।
দেখুন:
Twitter Tooter pic.twitter.com/JBVQMLJS5Z
— The Bong Next Door (@VotHardVotHard) November 24, 2020
Twitter Tooter pic.twitter.com/Eyc3NDbHm9
— Rabiya (@PhunnyRabia) November 24, 2020
Find the difference .#Tooter #twitter #MEMES pic.twitter.com/mCCxYw8TZk
— VeeJay (@FrameShade) November 24, 2020
Final Meme on #Tooter vs #Twitter pic.twitter.com/d1WkWfRpMu
— Veer Sorry Worker (@VeeryaSorry) November 24, 2020