এবার ভারতে লঞ্চ হল ডিজনির অনলাইন স্টোর
Marvel, Pixar, Star Wars এবং Disney-র নিজস্ব প্রোডাক্টও।
Tv9 বাংলা ডিজিটাল: এবার ভারতে খুলল Disney-র অনালউন স্টোর ShopDisney। ভারতের প্রায় ৫০০ শহর থেকে অনলাইন অর্ডারের ব্যবস্থা থাকছে। ডিজনি জানাচ্ছে তাদের সব ক’টি মার্চেন্ডাইজ প্রোডাক্ট পাওয়া যাবে স্টোরে। Marvel, Pixar, Star Wars এবং Disney-র নিজস্ব প্রোডাক্টও থাকছে।
আরও পড়ুন স্ন্যাপচ্যাটেও এবার ‘টিকটক’ ভিডিও!
৩০০০-এর উপর প্রোডাক্ট নিয়ে ভারতের মার্কেটে নামছে ডিজনি। ShopDisney.in-এ পাওয়া যাবে খেলনা, জামাকাপড়, অ্যাক্সেসরিজ এমনকি স্কুলের নিত্য প্রয়োজনীয় সামগ্রীও। আপনি নিজের পছন্দের ডিজাইনে প্যাক করতে পারেন শিপিং বক্স।
Our Magical Gingerbread Contest is ON! Win a gift basket of shopDisney products by sharing your Disney gingerbread creations!
NO PURCHASE NECESSARY. Ends 12/18/20 at 11:59pm PT. Visit https://t.co/GeyJaJcHsS for full rules. pic.twitter.com/zdkzuzgwaf
— shopDisney (@shopDisney) November 6, 2020
গিফট র্যাপারও বেছে নিতে পারেন। ৯৯৯ টাকার উপর কেনাকাটা করলে মিলবে ফ্রি শিপিংয়ের সুবিধা।
What better way to tell time than with a sprinkle of Disney magic! New Disney inspired watches from Citizen & Bulova. Click https://t.co/ytYzM6uGHG to shop. pic.twitter.com/t0GoYU6aun
— shopDisney (@shopDisney) November 16, 2020
ডিজনির এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অফ কনজিউমার প্রোডাক্টস সঞ্জিত মেহতা বলেন, “আমাদের প্রচেষ্টা ডিজনি গল্প এবং চরিত্রগুলো প্রত্যেকটি লাইসেন্স ‘শপডিজনি’র প্রোডাক্টের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার।”
This Saturday, celebrate #Tangled10 with a brand new bag from Dooney and Bourke! https://t.co/tgri85jAbH pic.twitter.com/mlVi5GkfLB
— shopDisney (@shopDisney) November 24, 2020
এতদিন অবধি ভারতীয় বাজারে ডিজনির প্রোডাক্ট বিক্রি হয়েছে শুধুমাত্র থার্ড পার্টি প্ল্যাটফর্মে। তাদের মধ্যে অন্যতম ছিল Superhero Toy Store, Pace Sports, এবং Macmerise।
তবে এখন নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে মিলবে ডিজনির প্রোডাক্ট। তবে যা খবর নতুন ডিজনি অনলাইনে স্টোরে কোনও নতুন প্রোডাক্ট পাওয়া যাবে না। তবে এক ছাতার তলায় আসতে চলেছে ডিজনির সমস্ত প্রোডাক্ট।