প্রতীক্ষার অবসান। ওয়ান প্লাস ৯ সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা করছেন কর্তৃপক্ষ। আগামী ২৩ মার্চ লঞ্চ হবে ওয়ান প্লাস ৯ সিরিজের তিনটি মডেল। ওয়ান প্লাস ৯, ওয়ান প্লাস ৯ প্রো, ওয়ান প্লাস ৯ই (যাকে আগে বলা হচ্ছিল ওয়ান প্লাস ৯আর) এই তিনটি মডেল লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। মূলত ওয়ান প্লাস ৮ সিরিজের সাফল্যের পরেই এবার ৯ সিরিজ লঞ্চ করতে চলেছে ওয়ান প্লাস।
ওয়ান প্লাস ৯ সিরিজের মডেলগুলিতে অত্যাধুনিক এবং উন্নত ক্যামেরা পরিষেবা দেওয়ার জন্য Hasselblad নামক ক্যামেরা ম্যানুফ্যাকচারিং সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ওয়ান প্লাস। আগামী তিন বছর একসঙ্গে কাজ করবে এই দুই সংস্থা। সফটওয়্যারের উন্নতির পাশাপাশি কালার টিউনিং এবং সেনসর ক্যালিবারেশনও করবে এই দুই সংস্থা। আগামী দিনে দুই সংস্থা একসঙ্গে কাজ করে ওয়ান প্লাসের অন্যান্য সিরিজের মডেলের ক্ষেত্রেও ক্যামেরা সেটআপে আসবে নতুন অনেক ফিচার।
It all begins with a simple thought. Discover the #OnePlus9Series, co-developed with @Hasselblad, on March 23.
Get notified: https://t.co/kB0u8LvyIL pic.twitter.com/oK2jPgBS15
— OnePlus India (@OnePlus_IN) March 8, 2021
সম্ভাব্য ফিচার-
১। Hasselblad ব্র্যান্ডিংয়ের সঙ্গে ওয়ান প্লাস ৯ সিরিজের মডেলগুলিতে থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ।
২। কার্ভড ডিসপ্লের সঙ্গে থাকতে পারে Quad-HD+ রেসোলিউশন।
৩। অত্যাধুনিক চিপ হিসেবে থাকতে পারে Qualcomm Snapdragon 888 SoC।
৪। ওয়ান প্লাস ৯আর-এর ক্ষেত্রে থাকতে পারে Snapdragon 690 SoC।
৫। ওয়ান প্লাস ৯আর মডেল ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সমেত রিলিহ হতে পারে। এই ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি। এছাড়াও থাকতে পারে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট।