আজই ভারতে লঞ্চ হচ্ছে ওপ্পো এফ১৯ সিরিজ, সঙ্গে থাকছে ফিটনেস-ট্র্যাকিং রিস্টব্যান্ড

Sohini chakrabarty |

Mar 08, 2021 | 2:15 PM

রিয়েল টাইম হার্ট রেট ট্র্যাকিং করা যাবে এই ফিটনেস ব্যান্ডের সাহায্যে। সেই সঙ্গে এই ফিটনেস ব্যান্ডে থাকবে স্লিপ ট্র্যাকার।

আজই ভারতে লঞ্চ হচ্ছে ওপ্পো এফ১৯ সিরিজ, সঙ্গে থাকছে ফিটনেস-ট্র্যাকিং রিস্টব্যান্ড
ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাস--- এই দু'টি মডেল লঞ্চ হতে চলেছে।

Follow Us

আজই ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ১৯ প্রো সিরিজ। অনুমান করা হচ্ছে, ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাস— এই দু’টি মডেল লঞ্চ হতে চলেছে। এর মধ্যে ওপ্পো এফ১৯ প্রো মডেলে থাকবে ৪জি পরিষেবা। আর ওপ্পো এফ১৯ প্রো প্লাস মডেলে থাকবে ৫জি সাপোর্ট। দু’টি মডেলেই থাকবে হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন।

এর পাশাপাশি ওপ্পো লঞ্চ করতে চলেছে ওপ্পো ব্যান্ড স্টাইল ফিটনেস-ট্র্যাকিং রিস্টব্যান্ড। এই ফিটনেস ব্যান্ডে SpO2 মনিটর করার ব্যবস্থা থাকবে। তাছাড়াও রিয়েল টাইম হার্ট রেট ট্র্যাকিং করা যাবে এই ফিটনেস ব্যান্ডের সাহায্যে। ১.১ ইঞ্চি কালার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এই ফিটনেস ব্যান্ডে থাকবে স্লিপ ট্র্যাকার।

আরও পড়ুন- ফ্লিপকার্ট স্মার্টফোন কার্নিভাল: অ্যাপেল- সহ একাধিক স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়

ওপ্পো এফ১৯ প্রো-এর সম্ভাব্য ফিচার-

১। এই ফোনে থাকবে অ্যানড্রয়েড ১১। সঙ্গে থাকবে ColorOS 11.1। এছাড়াও ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে থাকবে ওপ্পো-র এই মডেলে।

২। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে আসছে ওপ্পো-র এই মডেল।

৩। এই ফোনে থাকবে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল শুটার, ২ মেগাপিক্সেল প্রোট্রেট সেনসর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেনসর। এছাড়াও থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৪। ওপ্পো এফ১৯ প্রো সিরিজের ব্যাটারি 4,310mAh। থাকবে 30W VOOC ফ্ল্যাশ চার্জ। এছাড়াও একটি টাইপ সি ইউএসবি প্রোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে এই ফোনে।

ওপ্পো এফ১৯ প্রো প্লাসের সম্ভাব্য ফিচার-

১। এই মডেলেও থাকবে ColorOS 11.1। ৬.৪ ইঞ্চি AMOLED ডিসপ্লের পাশাপাশি এই ফোনে থাকবে 800U SoC।

২। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে এই ফোনে। থাকতে পারে টড়িপল রেয়ার ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ২ মেগাপিক্সেল  ডেপথ সেনসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকবে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৩। এই ফোনের ব্যাটারি 4,500mAh। সেই সঙ্গে থাকবে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট।

Next Article