ভারতে এল ওয়ান প্লাস স্মার্ট ব্যান্ড, রয়েছে ১৩ ধরণের একসারসাইজ মোড

Jan 11, 2021 | 1:07 PM

একবার চার্জ দিলে টানা ১৪ দিন চলবে এই স্মার্ট ব্যান্ড।

ভারতে এল ওয়ান প্লাস স্মার্ট ব্যান্ড, রয়েছে ১৩ ধরণের একসারসাইজ মোড
এমআই স্মার্ট ব্যান্ড ৫-এর মতোই ডিজাইনে বানানো হয়েছে ওয়ান প্লাসের নতুন ফিটনেস ব্যান্ড

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে ওয়ান প্লাস ব্যান্ড। এই প্রথম স্মার্টওয়াচ জাতীয় ওয়ারেবল ব্যান্ড লঞ্চ করল ওয়ান প্লাস। এমআই স্মার্ট ব্যান্ড ৫-এর মতোই ডিজাইনে বানানো হয়েছে ওয়ান প্লাসের নতুন ফিটনেস ব্যান্ড।

কী কী ফিচার রয়েছে এই স্মার্ট ব্যান্ডে-

১। ওয়ান প্লাসের নতুন স্মার্ট ব্যান্ডে রয়েছে ১.১ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে টাচ সাপোর্ট ইনপুট। রেসোলিউশনের মাত্রা 126×294 pixels।

২। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2) এবং হার্টবিট মনিটরিং করতে সাহায্য করবে এই স্মার্ট ব্যান্ড।

৩। ফিটনেস এবং হেলথের ব্যাপারে সচেতনদের জন্য আরও সুখবর এনেছে ওয়ান প্লাসের এই স্মার্ট ব্যান্ড। থাকছে একটি হেলথ অ্যাপ। যার সাহাযতে প্রতিদিনের অ্যাকটিভিটি, হার্ট রেট এবং ঘুম সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে। মোট ১৩ ধরণের একসারসাইজ মোড থাকবে ওয়ান প্লাসের এই ফিটনেস ব্যান্ডে।

৪। বিভিন্ন সেনসর রয়েছে এই স্মার্ট ব্যান্ডে। ব্লাড অক্সিজেন সেনসর, থ্রি-অ্যাক্সিস অ্যাক্সিলেরোমিটার, জিরোস্কোপ (gyroscope), অপটিকাল হার্ট-রেট সেনসর, এগুলো রয়েছে ওয়ান প্লাসের স্মার্ট ব্যান্ডে।

৫। যে ১৩ ধরণের একসারসাইজ মডেল রয়েছে সেগুলি হলো আউটডোর রান, ইনডোর রান, ফ্যাট বার্ন রান, আউটডোর ওয়াক, আউটডোর সাইক্লিং, ইনডোর সাইক্লিং, ইলিপটিক্যাল ট্রেনার, রোয়িং মেশন, ক্রিকেট, ব্যাডমিন্টন, পুল সুইমিং, যোগা এবং ফ্রি ট্রেনিং।

৬। IP68 certification এবং 5ATM ওয়াটার রেসিসট্যান্সের পাশাপাশি এই স্মার্ট ব্যান্ড ডাস্ট রেসসিট্যান্সও। এছাড়া এই ফোনে থাকছে ব্লুটুথ v5.0 কানেকটিভিটি।

৭। একবার চার্জ দিলে টানা ১৪ দিন চলবে এই স্মার্ট ব্যান্ড। ওয়ান প্লাস তাদের নতুন স্মার্ট ব্যান্ডের সঙ্গে চার্জিং ডঙ্গেলও দেবে।

ভারতে এই স্মার্ট ব্যান্ডের দাম-

ওয়ান প্লাসের স্মার্ট ব্যান্ডের দাম শুরু ২৪৯৯ টাকা থেকে। কালো রঙে পাওয়া যাবে এই স্মার্ট ব্যান্ড। OnePlus.in ছাড়াও ওয়ান প্লাস স্টোর অ্যাপ, অ্যামাজন, ফ্লিপকার্ট, ওয়ান প্লাস এক্সক্লুসিভ অফলাইন স্টোর এবং বিভিন্ন পার্টনার আউটলেটে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে অফার। রেড কেবল মেম্বারদের ক্ষেত্রে একদিন আগে অর্থাৎ ১২ জানুয়ারি সকাল ৯টা থেকেই প্রযোজ্য হবে ছাড় (exclusively via OnePlus.in and the OnePlus Store app)। স্মার্ট ব্যান্ডের শুধু ব্যান্ডটাও বিক্রি করছে ওয়ান প্লাস। নেভি ব্লু এবং ট্যানজেরিন গ্রে কালারে পাওয়া যাবে এই ব্যান্ড। দাম ৩৯৯ টাকা।

Next Article