Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কম বাজেটের তালিকায় যুক্ত হল Oppo A59, দাম কমল 1000 টাকা পর্যন্ত

Oppo A59 Offers: লঞ্চের পর Oppo A59-এর দাম 1000 টাকা কমানো হয়েছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে। ফোনটি Android 13-এ কাজ করে। এতে মিডিয়াটেক প্রসেসর সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইনে পেয়ে যাবেন।

কম বাজেটের তালিকায় যুক্ত হল Oppo A59, দাম কমল 1000 টাকা পর্যন্ত
Follow Us:
| Updated on: Feb 08, 2024 | 11:26 AM

Oppo তার একটি জনপ্রিয় স্মার্টফোন Oppo A59-এর দাম কমেছে। ফোনটিতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। আর এটি একটি বাজেট স্মার্টফোন হওয়ায়, বাজারে আসার সঙ্গে সঙ্গেই বিরাট জনপ্রিয়তা লাভ করেছিল ফোনটি। এবার লঞ্চের পর Oppo A59-এর দাম 1000 টাকা কমানো হয়েছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে। ফোনটি Android 13-এ কাজ করে। এতে মিডিয়াটেক প্রসেসর সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইনে পেয়ে যাবেন।

ফোনের নতুন দাম কত?

ফোন দু’টি RAM ভ্যারিয়েন্ট 4GB এবং 6GB সহ আসে। এর 4GB RAM ভ্যারিয়েন্টের দাম 1,000 টাকা কমানো হয়েছে। আর 6 GB RAM ভ্যারিয়েন্টের দাম 500 টাকা কমানো হয়েছে। এমন পরিস্থিতিতে, 4GB ভ্যারিয়েন্টটি 13,999 টাকায় কেনা যাবে, আর 6GB ভ্যারিয়েন্টটি 15,499 টাকায় কিনতে পারবেন। ফোনটি সিল্ক এবং স্টারি ব্ল্যাক কালার অপশনে পেয়ে যাবেন। আপনি যে কোনও ই-কমার্স সাইটে এই নতুন দামে পেয়ে যাবেন। তবে কেনার আগে বিভিন্ন সাইট দেখে তবেই কিনবেন।

স্পেসিফিকেশন ও ফিচার দেখে নিন:

Oppo A59 স্মার্টফোনটির ডিজাইন আপনার নজর কাড়তে বাধ্য। এটিতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে 720 nits-এর সর্বোচ্চ ব্রাইটনেশ পেয়ে যাবেন। পাওয়ার ব্যাকআপের জন্য 5000 mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও 33W VOOC চার্জ সাপোর্ট দেওয়া হয়েছে। Oppo A59 স্মার্টফোনটিতে 128GB স্টোরেজ সহ ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে আপনি অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনশন 6020 চিপসেট পেয়ে যাবেন। ফোনটি Android 13 এ কাজ করে। এটিকে IP54 রেটিং দেওয়া হয়েছে। Oppo A59 এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটিতে একটি 13MP csv ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও একটি 2MP বোকেহ ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও একটি 8MP সেলফি ক্যামেরা পাবেন।