PAN কার্ডের সঙ্গে Aadhaar কার্ড লিঙ্ক করিয়েছেন? এখনও করেননি? 30 জুন যে এসে গেল। এটাই PAN-Aadhaar লিঙ্ক করার শেষ দিন। অর্থাৎ আপনার হাতে এখনও চারটে দিন রয়েছে। আর এই সময়কালের মধ্যে আপনি যদি আধারের সঙ্গে লিঙ্ক করতে না পারেন, তা হলে বাতিল হতে পারে আপনার PAN Card। তাই, আর গড়িমসি করবেন না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রতি মুহূর্তে PAN Aadhaar Link করার জন্য রিমাইন্ডার দিচ্ছে। এক্কেবারে সাম্প্রতিকতম টুইটে ট্যাক্স ডিপার্টমেন্ট দেশের নাগরিকদের জানিয়েছে, 30 জুনের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে জনসংখ্যাগত অমিলের সমস্যায় পড়তে পারেন।
ইনকাম ট্যাক্সের লেটেস্ট টুইটে লেখা হয়েছে, “PAN হোল্ডাররা দয়া করে মনোযোগ দিন! আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সময় মিসম্যাচের কারণে জনসংখ্যাগত অমিল দেখা দিতে পারে:
PAN ও Aadhaar লিঙ্কিংয়ের প্রক্রিয়াটিকে আরও সহজ করতে, জনসংখ্যাগত কোনও অমিল এড়াতে বায়োমেট্রিক অথেন্টিকেশনের বন্দোবস্ত করা হয়েছে।”
PAN ও Aadhaar লিঙ্কিংয়ের জন্য জরিমানা দেবেন কীভাবে?
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে আগেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছিল, “প্যান ও আধার লিঙ্কিংয়ের জন্য ডেডলাইন বাড়িয়ে CBDT তা বাড়িয়ে 31 মার্চ, 2022 থেকে 31 মার্চ, 2023 করেছিল। 31 মার্চ, 2023 এর মধ্যেও আপনি আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করে ফেলতে পারেন। তবে তার জন্য আপনাকে 30 জুন 2022-এর মধ্যে যদি করতে পারেন তাহলে তার জন্য আপনাকে 500 টাকা এবং 1 জুলাই 2022 এর মধ্যে করলে আপনাকে 1,000 টাকা দিতে হবে জরিমানা বাবদ।”
Kind Attention PAN holders!
While linking PAN with Aadhaar, demographic mismatch may occur due to mismatch in:
• Name
• Date of Birth
• GenderTo further facilitate smooth linking of PAN & Aadhaar, in case of any demographic mismatch, biometric-based authentication has… pic.twitter.com/UQuFnjda38
— Income Tax India (@IncomeTaxIndia) June 24, 2023
PAN ও Aadhaar লিঙ্কিংয়ের এই জরিমানা দিতে যা করবেন
1) এখন আপনি যদি প্যান ও আধার লিঙ্ক করেন, তাহলে প্রথমেই আপনাকে জরিমানা দিতে হবে। তার জন্য প্রথমে চলে যান onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp সাইটে। সেখানে CHALLAN NO./ITNS 280 সেকশনে গিয়ে ‘Proceed’ অপশনে ক্লিক করুন।
2) এবারে কর্পোরেশন ট্যাক্স (কোম্পানি) বা ইনকাম ট্যাক্স (কোম্পানির ব্যতিরেকে) এই দুটির মধ্যে যে কোনও একটি সিলেক্ট করুন।
3) এখানে Type of Payment সেকশনে গেলে আপনি Other Receipts নামক আর একটি অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে পেমেন্টের মোড বেছে নিন। নেট ব্যাঙ্কিং নাকি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, সেটা ঠিক করুন।
4) আবার আপনার PAN নম্বরটি দিয়ে দিন। অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে 2023-24 দিয়ে দিন এবং আপনার সঠিক ঠিকানাটি দিয়ে দিন।
5) এই সব কাজগুলি আপনি ঠিকঠাক করতে পারলে ক্যাপচা কোড দিয়ে দিন এবং তারপরে Proceed অপশনে ক্লিক করুন।
6) NSDL পোর্টালে এই জরিমানা দেওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই ই-ফাইলিং পোর্টাল থেকে প্যান ও আধার লিঙ্কের রিকোয়েস্টটি সাবমিট করা যেতে পারে।
PAN Aadhaar লিঙ্ক না করলে যে সব সমস্যায় পড়তে পারেন
1) আপনার প্যান কার্ড অকেজো হয়ে যেতে পারে।
2) পেন্ডিং ট্যাক্স রিফান্ড ও সেরকম কোনও ফেরতযোগ্য অর্থের উপরে কোনও সুদ দেওয়া হবে না।
3) আরও বেশি রেটে TDS কাটা হতে পারে।
4) আরও বেশি রেটে TCS কালেক্ট করা হতে পারে।