ট্রেনের আসন সংখ্যার খুঁটিনাটি এ বার আপনার মুঠোফোনে। হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে বিস্তারিত বিবরণ। ট্রেনের পিএনআর স্টেটাস এবং যাবতীয় আপডেট পাওয়া এতদিন বেশ সময়সাপেক্ষ ছিল। সেই সমস্যার সমাধান করেছে মুম্বইয়ের একটি স্টার্ট-আপ রেলোফি। একটি অ্যাপ তৈরি করেছে তারা। যেখান থেকেই রিয়েল-টাইম পিএনআর স্টেটাস এবং যাত্রা সম্পর্কিত বিশদ তথ্য যেমন ট্রেন দেরি হলে সেইসব খুঁটিনাটি জানা যাবে।
পিএনআর স্টেটাস ছাড়াও ট্রেনের লাইভ আপডেট এবং যাত্রা শুরুর আগের ও পরের স্টেশন সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে রেলোফি-র অ্যাপে। এর আগে যাত্রীদের ১৩৯ নম্বরে ফোন করে ট্রেন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে হত। তবে এখন অ্যাপের মাধ্যমেই সব তথ্য জানা যাবে।
কীভাবে হোয়াটসঅ্যাপে পরিষেবা পাবেন?
১। হোয়াটসঅ্যাপ আপডেট করুন
২। রেলোফি-র ট্রেন এনকোয়ারি নম্বর (৯৮৮১১ ৯৩৩২২) সেভ করুন
৩। এরপর রেলোফি-র চ্যাট বক্সে ১০ সংখ্যার পিএনআর নম্বর লিখে মেসেজ পাঠিয়ে দিতে হবে
৪। মেসেজ পাঠানোর পর ট্রেনের লাইভ আপডেট পাওয়া যাবে
কী কী পরিষেবা পাবেন একনজরে আরও একবার