AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free Laptop: নতুন সরকারি প্রকল্পে পড়ুয়াদের নিখরচায় ল্যাপটপ দিচ্ছে সরকার! সত্যি নাকি?

Free Laptop Fake Alert: যে প্রকল্পের কথা বলে ভুয়ো পোস্টার ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা হল প্রধানমন্ত্রী বিনামূল্যে ল্যাপটপ প্রকল্প 2023-24 (Prime Minister Free Laptop Scheme 2023-24)। এই পোস্টারটি সর্বপ্রথম লক্ষ্য করে PIB Fact Check। তারাই পরবর্তীতে টুইট করে জানায়, দেশের শিক্ষামন্ত্রকের কাছে এই ধরনের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কোনও প্রকল্প নেই।

Free Laptop: নতুন সরকারি প্রকল্পে পড়ুয়াদের নিখরচায় ল্যাপটপ দিচ্ছে সরকার! সত্যি নাকি?
সত্যিই কি ফ্রি-তে ল্যাপটপ দিচ্ছে সরকার?
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 4:47 PM
Share

Free Laptop Scam: পড়ুয়াদের ফ্রি-তে ল্যাপটপ দিচ্ছে ভারত সরকার, এমনই একটি বার্তা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। সেখানে বলা হচ্ছে, বিনামূল্যে ল্যাপটপ পেতে পড়ুয়াদের একটি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে খুঁটিনাটি সব তথ্য দিয়ে দিতে হবে। স্বাভাবিক ভাবেই এরকম একটা মেসেজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই কি সরকারের তরফে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ দেওয়া হচ্ছে? না, এমন কোনও প্রকল্প নেই সরকারের, যার মাধ্যমে পড়ুয়াদের ল্যাপটপ দেওয়া হবে বিনামূল্যে। তাহলে? PIB Fact Check জানাচ্ছে, এটি পুরোদস্তুর ভুয়ো মেসেজ এবং ওই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতানোর ছক কষছে প্রতারকরা।

যে প্রকল্পের কথা বলে ভুয়ো পোস্টার ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা হল প্রধানমন্ত্রী বিনামূল্যে ল্যাপটপ প্রকল্প 2023-24 (Prime Minister Free Laptop Scheme 2023-24)। এই পোস্টারটি সর্বপ্রথম লক্ষ্য করে PIB Fact Check। তারাই পরবর্তীতে টুইট করে জানায়, দেশের শিক্ষামন্ত্রকের কাছে এই ধরনের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কোনও প্রকল্প নেই। প্রতারকরা জানিয়েছে, ভারতের যে কোনও রাজ্যের পড়ুয়ারা এই অফারটি পেতে পারেন।

ভুয়ো পোস্টারটিতে এই প্রকল্পটিকে নতুন একটি প্রকল্প বলে তার অধীনেই ফ্রি ল্যাপটপ দেওয়ার কথা বলা হচ্ছে। তার জন্য মানুষজনকে তাঁদের কিছু তথ্য শেয়ার করার কথা বলা হচ্ছে এবং সেই সঙ্গে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্কটিকেই সরকারি ওয়েবসাইট বলে দাবি করছে প্রতারকরা। পোস্টারটি সম্পূর্ণ ভুয়ো, ভুয়ো সেখানে শেয়ার করা লিঙ্কটিও। এখন আপনি বুঝতেই পারছেন, লিঙ্কে ক্লিক করলে কী সমস্যা হতে পারে। এই পোস্টারটি যে ভুয়ো তা বোঝার উপায় হল, বাক্যগঠনে অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে এবং সেই সঙ্গে ব্যকরণগতও কিছু ভুল রয়েছে।

এই ধরনের প্রতারণাচক্র থেকে বাঁচার উপায়

1) এমনতর ভুয়ো পোস্টার যদি আপনার নজরে আসে, যেখানে সরকারের তরফে ফ্রি-তে ল্যাপটপ দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে তা উপেক্ষা করুন।

2) ভুয়ো পোস্টার, ভুয়ো খবর, ভুয়ো বার্তার পাল্লায় পড়ে ব্যক্তিগত কোনও তথ্য কখনও শেয়ার করবেন না। আপনার তথ্যের ভুল ব্যবহার করা হতে পারে।

3) কোনও বার্তা বা খবর সত্যি নাকি মিথ্যা, তা জানতে এবং যাচাই করতে সবসময় সরকারি ওয়েবসাইটে যাওয়া উচিত। সরকারি ওয়েবসাইটে সেই সংক্রান্ত কোন তথ্য না দেখতে পেলে বুঝবেন, সেটি ভুয়ো খবর।

4) পোস্টারগুলি খুব কম দিয়ে দেখুন। সেগুলি ভুয়ো হলে তাতে বানান বা ব্যকরণগত কিছু ভুল আপনার নজরে আসবেই।